
বিশেষ অভিযানে চুয়াডাঙ্গা আওয়ামী লীগের সক্রিয় নেত্রী নুরুন্নাহার কাকলিকে গ্রেফতার করেছে পুলিশ। আজ সোমবার সকাল ১০ টার দিকে এই তথ্য নিশ্চিত করেছেন অতিরিক্ত জেলা পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্) কনক কুমার দাস। চুয়াডাঙ্গা বৈষম্যবিরোধী ছাত্রদের ওপর হামলার ঘটনায় জড়িত থাকার অভিযোগে কাকলিকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত নুরুন্নাহার কাকলি শহরের সবুজ পাড়ার নুরুল ইসলামের মেয়ে। তিনি চুয়াডাঙ্গা জেলা পরিষদের সাবেক কাউন্সিলর এবং মহিলা যুবলীগের সক্রিয় কর্মী।
অতিরিক্ত জেলা পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্) কনক কুমার দাস বলেন, গত রবিবার বিকাল চারটার দিকে চুয়াডাঙ্গা পৌর এলাকার সবুজ পাড়ায় অভিযান চালিয়ে আওয়ামী লীগের নেত্রী কাকলিকে গ্রেফতার করা হয়। গ্রেফতারের পর আসামিকে দ্রুত সময়ে আদালতে সোপর্দ করানো হয়।
শাকিল/সাএ
সর্বশেষ খবর