
মাগুরায় আট বছরের শিশু ধর্ষণসহ সারাদেশে ঘটে যাওয়া ধর্ষণের ঘটনায় দোষীদের প্রকাশ্যে ফাঁসির দাবিতে নড়াইলে মশাল মিছিল অনুষ্ঠিত হয়েছে। রবিবার রাতে নড়াইল শহরের পুরাতন টার্মিনাল এলাকায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন সদর উপজেলা শাখা এ মশাল মিছিল করেন। মিছিলের পর সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে এ কর্মসূচি শেষ হয়।
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন জেলা শাখার সদস্য সচিব শাফায়াত উল্লাহ বলেন, ‘এই বাংলাদেশের মাটিতে ধর্ষকদের কোনো ঠাঁই হবে না। ধর্ষকদের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড নিশ্চিত করাই আমাদের একমাত্র দাবি।’
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন সদর উপজেলা শাখার আহ্বায়ক রাশেদুল ইসলাম মামুন বলেন, ‘বর্তমানে দেশে হত্যা, ধর্ষণসহ নানা অপরাধ বেড়ে গিয়ে আইনশৃঙ্খলার ব্যাপক অবনতি ঘটেছে, যা ২৪ শের বিপ্লবী হিসেবে আমাদের জন্য চরম উদ্বেগজনক। আইনশৃঙ্খলা বাহিনীকে আমরা সর্বোচ্চ সহযোগিতা করতে প্রস্তত থাকলেও তাদের কাজের উল্লেখযোগ্য অগ্রগতি দেখা যাচ্ছে না। ধর্ষণের শাস্তি প্রকাশ্যে ফাঁসির এবং প্রতিটি ধর্ষণ মামলার বিচার ৯০ দিনের মধ্যে শেষ করতে হবে।’
এসময় বল্লারটোপ আইডিয়াল কলেজের ইংরেজি প্রভাষক সামিরা খানম, নড়াইল জেলা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মুখপাত্র নুসরাত জাহান, যুগ্ম সদস্য সচিব আমিরুল ইসলাম রানা, মেহেদী হাসান, সাইকা সিদ্দিকা, নির্ঝরা ইসলাম, সদর উপজেলা শাখার সদস্য সচিব আশিকুর রহমান দিপু, সিনিয়র যুগ্ম আহ্বায়ক শাকিল উদ্দীন, যুগ্ম আহ্বায়ক জসীম উদ্দিন রাজ, সুরাইয়া খানম রাত্রি, মামুন শেখ, নয়ন শেখ, যুগ্ম সদস্য সচিব নূর ইসলাম শেখ, হাবিবুল্লাহ শিকদার, সদর উপজেলা সংগঠক মহিব্বুল্লাহ গালিব, সদর উপজেলা শাখার সহ-মুখপাত্র মোমিনুল ইসলাম রানা, সদস্য আকাশ, জারিফ বিন জাফরী, জান্নাতুল ফেরদৌস বাপ্পি, আব্দুল্লাহ শারাভী, মহাব্বির আহমেদ, মাসুম বিল্লাহসহ অনেকেই উপস্থিত ছিলেন।
শাকিল/সাএ
সর্বশেষ খবর
জেলার খবর এর সর্বশেষ খবর