
ঢাকার সাভারে ধর্ষণের ভিডিও ধারণ করে তা ইন্টারনেটে ছড়িয়ে দেওয়ার ভয় দেখিয়ে দিনের পর দিন কিশোরীকে ধর্ষণের অভিযোগে আয়াতুস সিয়াম (২৫) নামের এক কলেজছাত্রকে গ্রেপ্তার করেছে পুলিশ।
রোববার (১০) মার্চ রাতে সাভার পৌরসভার বিনোদবাইদ এলাকার নিজ বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়। এর আগে ওই ছাত্রীর (১৭) মা সাভার মডেল থানায় একটি মামলা করেন।
মামলা ও আসামি আয়াতুস সিয়ামকে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে সাভার মডেল থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) আশিক ইকবাল বলেন, অভিযুক্ত আয়াতুস সিয়াম সাভার সরকারি কলেজের অনার্স চতুর্থ বর্ষের ছাত্র।
মামলায় বলা হয়, আসামি আয়াতুস সিয়াম স্থানীয় মহিলা কলেজের এইচএসসির এক ছাত্রীর সঙ্গে প্রথমে প্রেমের সম্পর্ক গড়ে তোলেন। একপর্যায়ে তাকে এক বন্ধুর বাসায় নিয়ে জোরপূর্বক ধর্ষণের ভিডিও মুঠোফোনে ধারণ করেন। পরে সেই ভিডিও ইন্টারনেটে ছড়ানোর ভয় দেখিয়ে দিনের পর দিন ওই কলেজছাত্রীকে ধর্ষণ করেন।
একপর্যায়ে ওই কলেজছাত্রী মানসিকভাবে ভারসাম্য হারিয়ে ফেললে বিষয়টি তার অভিভাবককে জানাতে বাধ্য হন। পরে ওই ছাত্রীর মা বাদী হয়ে সাভার মডেল থানায় মামলা করেন।
এবিষয়ে সাভার মডেল থানার পরিদর্শক (তদন্ত) আশিক ইকবাল বলেন, ধর্ষণের অভিযোগে আয়াতুস সিয়ামের বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করা হয়েছে। এই ঘটনায় অভিযুক্তের মোবাইলফোন ও ল্যাপটপ জব্দ করে ফরেনসিক ল্যাবে পাঠানো হয়েছে। এছাড়াও ওই ছাত্রীকে আজ ডাক্তারি পরীক্ষার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানোর পাশাপাশি গ্রেপ্তারকৃত আসামিকে আদালতে পাঠানো হবে।
শাকিল/সাএ
সর্বশেষ খবর
জেলার খবর এর সর্বশেষ খবর