
ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে এক ছাত্রীকে ‘ওড়না পরা’ নিয়ে হেনস্তাকারী মোস্তফা আসিফ অর্ণব জামিন পাওয়ার কারণ জানিয়েছেন আইন উপদেষ্টা ড. আসিফ নজরুল। গত বৃহস্পতিবার অর্ণব জামিনে মুক্তি পান।
হেনস্তকারী আটকের পরদিন আদালতে জামিন পাওয়ায় বিষয়টি নিয়ে দেশব্যাপী আলোচনা সৃষ্টি করে। তবে আইন উপদেষ্টা জানিয়েছেন, বাদী মামলা প্রত্যাহার করায় অর্ণব জামিন পেয়েছেন।
আসিফ নজরুল বলেছেন, আমি শুধু ছাড়া পাওয়ার বিষয়টি বলি, সবার কাছে খারাপ লেগেছে কেন জামিন পেল। যে ভিকটিম, উনি নিজে মামলাটি নিজে প্রত্যাহার করেছেন। মামলাটি প্রত্যাহারের জন্য চিঠি দিয়েছেন। সেই প্রত্যাহারপত্র আদালতে পাঠানো হয়।খুব সম্ভবত এটাই জামিনের কারণ ছিল।
রবিবার সচিবালয়ে সমসাময়িক পরিস্থিতি নিয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এ বিষয়ে করা এক প্রশ্নের জবাবে এসব কথা বলেন আইন উপদেষ্টা।
তিনি আরো বলেন, এখন উনি কি জোর-জবরদস্তির মুখে পড়েছেন কি-না, এটা নিয়ে সন্দেহ আছে। প্রতিশ্রুতি দিচ্ছি, আমি আজকেই ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিসির সঙ্গে কথা বলবো, উনি ওই সংশ্লিষ্ট ছাত্রীর সঙ্গে কথা বলবেন এবং যদি ভীতিমূলকভাবে মামলা প্রত্যাহার করে থাকেন, আমি ঢাবি প্রশাসনকে পরামর্শ দেব, ওনারা যেন মামলা করে। আমরা এর সুষ্ঠু বিচার করতে বদ্ধপরিকর।
রার/সা.এ
সর্বশেষ খবর