
দেশব্যাপী নারী সহিংসতা, আইন-শৃঙ্খলা পরিস্থিতির অবনতি ও বিচারহীনতার প্রতিবাদে মানিকগঞ্জে মানববন্ধন করেছে সরকারি দেবেন্দ্র কলেজ ছাত্রদল। সোমবার (১০ মার্চ) দুপুর ১২ টায় সরকারি দেবেন্দ্র কলেজ সম্মুখে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।
এ সময় জেলা ছাত্রদলের সভাপতি আব্দুল খালেক শুভ, সাধারণ সম্পাদক সিরাজুর রহমান খান সজিব, সিনিয়র সহ-সভাপতি মৃদুল কান্তি মন্ডল, সাংগঠনিক সম্পাদক অয়ন খান, সহ-দপ্তর সম্পাদক শাহিনুর রহমান শাহিন, সরকারি দেবেন্দ্র কলেজের সাবেক যুগ্ম আহ্বায়ক আবু বক্কর সিদ্দিক, সাবেক যুগ্ম আহ্বায়ক এইচ আই হিরা, রাগীব নুর আবির, মাহফুজুল বারী মুগ্ধ, সাবেক সদস্য মাজেদুল ইসলাম ইমন, মেহবুব চৌধুরী রাফি, সিফাত হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন।
মানববন্ধনে মানিকগঞ্জ জেলা ছাত্রদলের সভাপতি আব্দুল খালেক শুভ বলেন, সারাদেশে নারী সহিংসতা আশঙ্কাজনক হারে বেড়েছে। আইনশৃঙ্খলা পরিস্থিতি নাজুক হয়ে পড়েছে। এর কারণে আমাদের আশেপাশে প্রতিনিয়তই অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটছে। প্রশাসন কোনোভাবেই পরিস্থিতি সামাল দিতে পারছে না। দেশকে বাঁচাতে, দেশের মানুষকে বাঁচাতে এখনই জনবান্ধব নির্বাচিত সরকার প্রয়োজন। বিএনপিই কেবল পারে এই সংকটময় পরিস্থিতি থেকে দেশকে উত্তরণ করতে। এজন্য অচিরেই দ্রুত সময়ের ভেতর স্বচ্ছ নির্বাচন প্রয়োজন।
শাকিল/সাএ
সর্বশেষ খবর