
মাগুরার ৮ বছরের শিশুকন্যার ধর্ষণকারীদের গ্রেপ্তারের পর সর্বোচ্চ শাস্তি ফাঁসির রায় কার্যকর করার দাবিতে লক্ষ্মীপুরে ঘণ্টাব্যাপী মানববন্ধন কর্মসূচি পালন করা হয়। সোমবার (১০ মার্চ) বেলা ১১টায় লক্ষ্মীপুর প্রেসক্লাবের সামনে জাতীয়তাবাদী মহিলা বিএনপির ব্যানারে এ মানববন্ধন কর্মসূচি পালন করেন নারী নেত্রীরা।
মানববন্ধনে বক্তব্যে রাখেন, জেলা মহিলা দলের সাধারণ সম্পাদক সুমি আক্তার, সাংগঠনিক সম্পাদক নয়ন বেগম ও পৌর মহিলা দলের নেত্রী সালমা আক্তারসহ অনেকেই।
বক্তারা বলেন, মাগুরার শিশু কন্যাসহ দেশব্যাপী ধর্ষণের ঘটনা বেড়ে গেছে। বর্তমান সময় আইন শৃঙ্খলা বাহিনী তৎপরতা নেই বললেই চলে। স্বরাষ্ট্র উপদেষ্টা দ্রুত আপনি দেশের আইন শৃঙ্খলাকে আরো কঠোর করুণ। ছোট্ট শিশু নয় আমরাও নিরাপদ নেই।
শাকিল/সাএ
সর্বশেষ খবর
জেলার খবর এর সর্বশেষ খবর