
সারাদেশে নারীর শ্লীলতাহানি, হয়রানি বৃদ্ধি, মাগুরায় আছিয়াসহ সারা দেশে ধর্ষকের ফাঁসির দাবিতে ও তাদের সহযোগীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে রাজবাড়ীর পাংশায় মানববন্ধন করেছে পাংশা সরকারি কলেজ ছাত্র দল, ইসলামি ছাত্র আন্দোলন পাংশা উপজেলা শাখা, ছাত্র অধিকার পরিষদ।
সোমবার সকাল ১১ টায় পাংশা সরকারি কলেজ প্রাঙ্গণে, সাড়ে ১১ টায়৷ পাংশা উপজেলা পরিষদ সামনে ইসলামি ছাত্র আন্দোলন, পাংশা মডেল থানা মোড়ে ছাত্র অধিকার পরিষদ পৃথক মানববন্ধন কর্মসূচি পালন করছে।
মানববন্ধনে বক্তারা অনতিবিলম্বে সারাদেশে নারীর শ্লীলতাহানি, হয়রানি বৃদ্ধি, মাগুরায় আছিয়া ধর্ষণকাণ্ডে জড়িত ধর্ষকের ফাঁসি কার্যকরের দাবি জানান। এছাড়াও ধর্ষকদের প্রকাশ্যে ফাঁসিতে ঝুলিয়ে মৃত্যুদণ্ড কার্যকরের জোর দাবি তোলেন। দোয়া পাঠের মাধ্যমে মানববন্ধন কর্মসূচি সমাপ্ত হয়।
শাকিল/সাএ
সর্বশেষ খবর
জেলার খবর এর সর্বশেষ খবর