
মাগুরার শিশু আছিয়াসহ দেশব্যাপী নারীদের নিপীড়ন,ধর্ষণ,সহিংসতা, আইন-শৃঙ্খলা পরিস্থিতির অবনতি এবং বিচারহীনতার প্রতিবাদে ছাত্রদল কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে মানববন্ধন কর্মসূচি পালন করেছে সিংড়া গোল-ই-আফরোজ সরকারি কলেজ ছাত্রদল। সোমবার (১০ মার্চ) দুপুরে কলেজের মূল ফটকের সামনে এই মানববন্ধন কর্মসূচি পালন করা হয়।
ঘণ্টাব্যাপী মানববন্ধনে কলেজ ছাত্রদলের সভাপতি মেহেদী হাসান লেমনের সভাপতিত্বে ও কলেজ ছাত্রদলের সাধারণ সম্পাদক হাসানুল হক হাসানের সঞ্চালনায় বক্তব্য রাখেন, সিংড়া গোল-ই- আফরোজ সরকারি কলেজ ছাত্র সংসদের সাবেক ভিপি অ্যাডভোকেট শামিম হোসেন, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক শাহাদাৎ হোসেন মিন্টু, পৌর ছাত্রদল আহ্বায়ক মুক্তার হোসেন, সদস্য সচিব উৎপল কুমার, কলেজ ছাত্রদলের সাবেক সদস্য সচিব জুয়েল পারভেজ প্রমূখ।
অপরদিকে নির্যাতন প্রতিরোধ ও ধর্ষকদের শাস্তির দাবিতে বিক্ষোভ মিছিল করেছে সর্বস্তরের শিক্ষার্থীরা।
সকাল ১১ টায় সিংড়া উপজেলা কোর্ট মাঠ থেকে একটি বিক্ষোভ মিছিল শহর প্রদক্ষিণ করে। মিছিলে নেতৃত্ব দেন, অনিক আজাদ অর্পণ, সাকিব, জারিফ, ফাহাদ, সিয়াম, তাসদিক সহ সাধারণ শিক্ষার্থীরা।
এসময় ধর্ষকদের দ্রুত বিচার কার্যকর এবং দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে বিভিন্ন স্লোগান দেয়া হয়।
শাকিল/সাএ
সর্বশেষ খবর