
নারীর প্রতি সহিংসতা, নিপীড়ন, ধর্ষণ এবং আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির প্রতিবাদে মানববন্ধন করেছে নড়াইল জেলা ছাত্রদল। আজ সোমবার (১০ মার্চ) দুপুর ১২ টার দিকে নড়াইল সরকারি ভিক্টোরিয়া কলেজ চত্বরে ছাত্রদল সরকারি ভিক্টোরিয়া কলেজ শাখার আয়োজনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
এ সময় ভিক্টোরিয়া কলেজ শাখার আহ্বায়ক মো. আবিদ হাসানের সভাপতিত্বে বক্তব্য দেন, জেলা ছাত্রদলের সভাপতি মো. ফরিদ বিশ্বাস, সাধারণ সম্পাদক মাহমুদুল হাসান সনি, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক সবুজ সরদার, কলেজ শাখা ছাত্রদলের সদস্য সচিব হামিদুল হক তনু, কলেজ শাখার যুগ্ম আহ্বায়ক নিলয় সিকদার প্রমুখ।
বক্তারা বলেন, ‘দেশব্যাপী একের পর এক নারীরা বিভিন্ন ধরনে সহিংসতার শিকার হচ্ছে। নারীরা নিপীড়ন, ধর্ষণ, অনলাইনে হেনস্তার শিকার হচ্ছেন। বিচারহীনতার সৃষ্টি হচ্ছে। দেশে আইনশৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতি ঘটেছে। এ ঘটনার জন্য বক্তারা অন্তবর্তীকালীন সরকারকে দায়ী করেন। বক্তারা এ পরিস্থিতির দ্রুত পরিবর্তন না হলে কঠোর কর্মসূচি গ্রহণ করবেন বলে হুঁশিয়ারি উচ্চারণ করেন।’
শাকিল/সাএ
সর্বশেষ খবর
জেলার খবর এর সর্বশেষ খবর