
সারাদেশব্যাপী নারীদের বিরুদ্ধে সহিংসতা, নিপীড়ন, ধর্ষণ, অনলাইনে হেনস্তা ও আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতিসহ বিচারহীনতার প্রতিবাদে রৌমারীতে মানববন্ধন করা হয়েছে। সোমবার (১০ মার্চ) দুপুরে রৌমারী সরকারি কলেজ শাখা ছাত্রদলের ব্যানারে কলেজের মূল ফটকের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে অংশ নেন ছাত্রদলের নেতাকর্মীরা।
মানববন্ধনে রৌমারী সরকারি কলেজ শাখার আহ্বায়ক মাহমুদ হাসান মিশুক সভাপতিত্ব বক্তব্য প্রদান করেন রৌমারী উপজেলা ছাত্রদলের আহ্বায়ক নাজমুল হোসাইন রানা, সদস্য সচিব ফারুক আহমেদ বাবু, রৌমারী সদর ইউনিয়ন ছাত্রদলের সভাপতি ইয়াছির আরাফাত নাহিদ, রৌমারী সরকারি কলেজ শাখা ছাত্রদলের সদস্য সচিব জিয়াউর রহমান জিয়া ও সাধারণ শিক্ষার্থী সোহানুর রহমান সহ প্রমূখ।
বক্তারা বলেন, সাম্প্রতিক সময়ে সারাদেশে ধর্ষণের ঘটনা ক্রমাগতভাবে বাড়ছে, যা নারীদের জন্য ভয়াবহ ও নিরাপত্তাহীনতা পরিস্থিতি বিরাজ করছে। তাই ধর্ষকদের আইনের আওতায় এনে সর্বোচ্চ শাস্তি ফাঁসির দাবি জানানো হয়। এ সময় সহিংসতার বিরুদ্ধে সংগ্রাম চলছে চলবে, "আমার সোনার বাংলায় ধর্ষকদের ঠাঁই নাই" বলে স্লোগান দেন তারা। তাই অন্তবর্তীকালীন সরকারকে এখনই নারীদের নিরাপত্তা নিশ্চিত করার দাবিও জানান বক্তারা। উক্ত মানববন্ধন সঞ্চালনা করেন রৌমারী উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক শামীম আহমেদ।
শাকিল/সাএ
সর্বশেষ খবর
জেলার খবর এর সর্বশেষ খবর