
ফাঁসির দণ্ডপ্রাপ্ত এক ধর্ষকের মাথায় জম টুপি (কালো রঙের কাপড় দিয়ে তৈরি)। দণ্ডিত সেই ধর্ষকের হাতে এবং কোমড়ে দড়ি বেঁধে টেনে নিয়ে যাচ্ছেন দুই নারী- এমন দৃশ্য অবলোকন করলেন বগুড়াবাসী। সারা দেশে ধর্ষণকান্ডে জড়িতদের গ্রেফতার এবং তাদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে সোমবার দুপুরে বগুড়ায় সর্বস্তরের শিক্ষার্থীদের বিক্ষোভ সমাবেশে প্রতীকী ওই দৃশ্য ফুটিয়ে তোলা হয়। মিছিলে অংশ নিতে বগুড়ার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা বেলা সাড়ে ১১টায় শহরের জিরো পয়েন্ট সাতমাথায় সমবেত হন। এরপর তারা মিছিল বের করেন। মিছিলটি শহরের প্রধান সড়কগুলি প্রদক্ষিণ করে।
এদিকে, ধর্ষকদের সর্বোচ্চ শাস্তি নিশ্চিতের দাবিতে বগুড়ায় সড়ক মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ মিছিল সমাবেশ করেছে শিক্ষার্থীরা। সোমবার বেলা সাড়ে ১১ টায় শহরে মিছিল বের করা হয়। এতে বগুড়ার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন। মিছিলটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে শহরের সাতমাথায় সমাবেশ অনুষ্ঠিত হয়। এসময় শিক্ষার্থীরা সড়কের উপর বসে পড়ে বিক্ষোভ প্রদর্শন করে। এতে প্রায় ৩০ মিনিট যান চলাচল বন্ধ হয়ে যায়। একই দাবিতে বেলা সাড়ে ১২ টার দিকে শহরের বনানি এলাকায় ঢাকা রংপুর মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করে বগুড়া সরকারি পলিটেকনিক ইন্সটিটিউট এর শিক্ষার্থীরা। ১০ মিনিট তারা সেখানে অবস্থান করে।এসময় শিক্ষার্থীরা বিভিন্ন স্লোগান দেন।
এছাড়াও, বগুড়ার শেরপুরে ধর্ষণের ঘটনার সুষ্ঠু তদন্ত ও অপরাধীদের দ্রুত সময়ের মধ্যে সর্বোচ্চ শাস্তির দাবিতে শেরপুর সরকারি কলেজ ছাত্রদলের আয়োজনে ও ছাত্র নেতা আহসান আরমানের নেতৃত্বে মানববন্ধন করেছেন শেরপুর সরকারি কলেজের শিক্ষার্থীরা।
সোমবার (১০ মার্চ) সকাল ১১টায় শেরপুর সরকারি কলেজের সামনে সড়কে এ মানববন্ধন করেন তারা। এতে প্রায় দেড় শতাধিক শিক্ষার্থী অংশ নেন। এ সময় উপস্থিত ছিলেন ছাত্রনেতা জাকারিয়া হোসেন বাকি, সৈকত হাসান, শাহাদত হোসেন, ফরিদুল ইসলাম, কে এম ফজলে রাব্বি, অন্তর, মহন্ত, নাফি সরকার, রিফাত প্রমুখ।
অন্যদিকে, সোমবার দুপুর ১২টার দিকে শেরপুর বাসস্ট্যান্ডে এলাকায় সর্বস্তরের সাধারণ শিক্ষার্থী ও জনতার আয়োজনেও একই দাবিতে বিক্ষোভ ও মানববন্ধন করেছেন। এতে উপস্থিত ছিলেন সাদিকুর রহমান অয়ন, আরাফাত রহমান, মুন্তাসির মাহরুফ রিয়াদ, অনিক খান, শেখ মাশফিকা রহমান শোয়ানী, শাইরিন রিদা প্রমুখ।
মানবন্ধনে তারা বলেন, অন্তর্বর্তী সরকার দেশে নিরাপত্তা দিতে ব্যর্থ হয়েছে। সারাদেশে একের পর এক ধর্ষণের মতো ঘটনা ঘটে চলছে। সাধারণ মানুষ বিশেষত নারী, শিশু থেকে শুরু করে বৃদ্ধরা নিরাপত্তাহীনতায় ভুগছে। এ অবস্থায় দেশে নিরাপত্তা নিশ্চিতের পাশাপাশি ধর্ষণের ঘটনার সঙ্গে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান তারা।
এতে বক্তারা বলেন, দেশের বিভিন্ন স্থানে নারী নির্যাতনসহ ধর্ষণের শিকার হচ্ছেন। আমরা নারীসমাজের নিরাপত্তা চাই। আর কোন আছিয়া’র মতো ঘটনা আমরা দেখতে চাই না। অবিলম্বে ধর্ষকদের সর্বোচ্চ শাস্তি নিশ্চিতের দাবি জানান তারা।
এর আগে রবিবার রাতে সরকারি আজিজুল হক কলেজ থেকে শিক্ষার্থীদের বিশাল মশাল মিছিল বের হয়ে শহরের সেউজগাড়ী মোড় এলাকা প্রদক্ষিণ করে কলেজ ক্যাম্পাস চত্বরে সমাবেশ হয়েছে।
শাকিল/সাএ
সর্বশেষ খবর
জেলার খবর এর সর্বশেষ খবর