
নড়াইলের সদর উপজেলার গোবরায় বিএনপি অফিসে বোমা বিস্ফোরণ ঘটনায় মামলা হয়েছে। আজ সোমবার (১০ মার্চ) সকালে নড়াইল সদর থানায় বিএনপি নেতা আহত বাবু মোল্যা বাদী হয়ে এ মামলাটি করেছেন। মামলায় সাবেক ইউপি চেয়ারম্যান উজ্জ্বল শেখসহ ৮ জনের বিরুদ্ধে মামলা করা হয়েছে। এছাড়া অজ্ঞাতনামা ৬ থেকে ৭ জনকে আসামি করা হয়েছে। তবে আসামিরা কেউ গ্রেফতার হননি।
নড়াইল সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাজেদুল ইসলাম দুপুরে মুঠোফোনে বিডি২৪লাইভকে বিষয়টি নিশ্চিত করেছেন।
গত শুক্রবার (৭ মার্চ) রাত সাড়ে ৯টার দিকে সদরের গোবরা নতুন স্ট্যান্ডে বিএনপি অফিসের ভেতরে দুর্বৃত্তদের বোমা হামলার ঘটনায় সিংগাশোলপুর ইউনিয়ন বিএনপির সিনিয়র সহ-সভাপতি বাবু মোল্লা, ইউনিয়ন বিএনপির সদস্য ওয়াজেদ আলী তিতুমীর ও বিএনপি কর্মী নিউটন গাজী আহত হয়। এ ঘটনায় বাবু মোল্যা ও নিউটন গাজী নড়াইল সদর হাসপাতালে চিকিৎসা নিয়ে বাড়ি ফিরলেও ওয়াজেদ আলী তিতুমীর আশংকাজনক অবস্থায় ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন।
হামলা মামলার বিষয়ে সাবেক চেয়ারম্যান উজ্জ্বল শেখ এসব অভিযোগ অস্বীকার করে বলেন, ‘ঘটনার সময় আমি ঢাকায় ছিলাম। তার প্রমাণও রয়েছে। নিউটন গাজী ও কিছু লোক তার বিরুদ্ধে ষড়যন্ত্র করে এ হামলা ও মামলার নাটক সাজিয়েছে।’
নড়াইল সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাজেদুল ইসলাম বিডি২৪লাইভকে বলেন, ‘গোবরায় বোমা বিস্ফোরণ ঘটনায় সোমবার সকালে ৮জনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা ৬ থেকে ৭জনকে আসামি করে মামলা হয়েছে। আসামিরা কেউ এলাকায় না থাকায় তাদের গ্রেফতার সম্ভব হয়নি। তাদের গ্রেফতারের চেষ্টা চলছে।
শাকিল/সাএ
সর্বশেষ খবর
জেলার খবর এর সর্বশেষ খবর