
টাঙ্গাইলের মির্জাপুরে প্রথমবারের মতো লটারির মাধ্যমে খাদ্যবান্ধব কর্মসূচির ডিলার নিয়োগ করা হয়েছে। সোমবার (১০ মার্চ) বেলা ১২টার দিকে উপজেলা মিলনায়তন কক্ষে খাদ্য বিভাগ এ ডিলার নিয়োগ কার্যক্রমের আয়োজন করে।
উপজেলা খাদ্য নিয়ন্ত্রক কর্মকর্তা রেবেকা সুলতানা রুবী বলেন, উপজেলার ১৪ টি ইউনিয়নে ৩২ টি কেন্দ্রের বিপরীতে ১০০ জন আবেদনপত্র জমা দেন। আবেদনপত্র যাচাই-বাছাইয়ে ৭২ টি আবেদনপত্র বৈধ হয় ও ২৮ জনের আবেদনপত্র বাতিল হয়। পরে যে-সকল কেন্দ্রে একাধিক ডিলারশিপ প্রত্যাশী ছিলেন তাদের মধ্যে লটারির আয়োজন করা হয়। এছাড়া ১১ কেন্দ্রে একাধিক বৈধ আবেদন না থাকায় তারা বিনা প্রতিদ্বন্দ্বিতায় ডিলারশিপ পান।
উপজেলা নির্বাহী কর্মকর্তা ও খাদ্যবান্ধব ডিলার নিয়োগ কমিটির সভাপতি এ.বি.এম আরিফুল ইসলাম বলেন, অত্যন্ত স্বচ্ছ প্রক্রিয়ার মধ্য দিয়ে খাদ্যবান্ধব কর্মসূচির ডিলার নিয়োগ সম্পন্ন করতে পেরে ভাল লাগছে।
লটারি অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা শুভাশীষ কর্মকার, কৃষি কর্মকর্তা মাহমুদা খাতুন, মহিলা বিষয়ক কর্মকর্তা শারমিন সিদ্দিকা, প্রাথমিক শিক্ষা কর্মকর্তা জান্নাতুল ফেরদৌস, খাদ্য গুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ নুরুল ইসলাম, সহকারী প্রোগ্রামার জামিল আহমেদ ভূইয়া, ভাওড়া ইউপি চেয়ারম্যান মাসুদুর রহমান প্রমুখ।
শাকিল/সাএ
সর্বশেষ খবর
জেলার খবর এর সর্বশেষ খবর