
নাটোরে জেলা টাস্কফোর্সের অভিযানে দোকানীদের কে ৫০০০ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। সোমবার (১০মার্চ) সকাল থেকে দুপুর ১টা পর্যন্ত দীঘাপতিয়ায় বাজার তদারকির সময় এই জরিমানা করা হয়।
অভিযানে ৩ টি ভ্যারাইটি স্টোরে মেয়াদোত্তীর্ণ পণ্য, ও নকল প্রসাধনী সামগ্রী, মূল্য তালিকা সঠিকভাবে না রাখায় ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে ৫ হাজার টাকা জরিমানা করা হয়। সেইসাথে মেয়াদ উত্তীর্ণ পণ্য ও খাদ্য সামগ্রীসমূহ পুড়িয়ে ধ্বংস করা হয়।
অভিযানটি পরিচালনা করেন এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ইশতিয়াক আহমেদ, ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর এর সহকারী পরিচালক নাজমুল হাসান ও স্পেশাল টাস্ক ফোর্স সদস্য। যৌথ বাহিনীর সহযোগিতায় অভিযানটি পরিচালিত অভিযানে সহযোগিতা করেন কনজিউমার অ্যাসোসিয়েশন অফ বাংলাদেশ ক্যাপ নাটোর জেলার সভাপতি শামীমা লাইজু নীলা।
পুরো রমজান জুড়েই এই ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানান টাস্ক ফোর্স এর সদস্যবৃন্দ।
মুনতাসির/সাএ
সর্বশেষ খবর
জেলার খবর এর সর্বশেষ খবর