
হালুয়াঘাটে বিপুল পরিমান ভারতীয় জিরা-সাবান জব্দ করা হয়েছে। যার আনুমানিক বাজারমূল্য ৩০ লাখ টাকা।
রবিবার (৯ মার্চ) মধ্যরাতে উপজেলার পশ্চিম কালিয়ানিকান্দা গ্রামে মৃত আলাল উদ্দিনের ছেলে মেঘরাজের বাড়িতে অভিযান চালিয়ে ভারতীয় ১৫৪ বস্তা জিরা ও দুই হাজার ১০০ পিস সাবান জব্দ করা হয়।
ট্রান্সফোর্স অভিযান পরিচালনা করেন হালুয়াঘাট উপজেলা প্রশাসন ও থানা পুলিশ। এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা আলীনূর খান বলেন, যার বাড়িতে পাওয়া গেছে তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে। আমাদের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
মুনতাসির/সাএ
সর্বশেষ খবর
জেলার খবর এর সর্বশেষ খবর