
খাগড়াছড়ির দীঘিনালায় সাজেক ভ্রমণে আসা ৮জন পর্যটককে অপহরণ করে মুক্তিপণ আদায়ের ঘটনায় পুলিশ ৪ জনকে গ্রেফতার করেছে।
ভুক্তভোগীরা রাজশাহীর পুঠিয়া উপজেলার বাসিন্দা। যারা ৩ মার্চ সকালে নয়মাইল শিমলা পাড়া এলাকায় অপহরণকারীদের কবলে পড়েন।
পুলিশ সূত্রে জানা গেছে, সাজেক যাওয়ার পথে নয়মাইল শিমলা পাড়া যাত্রী ছাউনীর পশ্চিম পাশে পাকা রাস্তার ওপর পর্যটকদের গাড়ি থামিয়ে দেয় অপহরণকারীরা। ভয়ভীতি দেখিয়ে তাদের রাস্তা থেকে প্রায় ১০০ গজ পশ্চিমে নয়মাইল এলাকার একটি আমবাগানে নিয়ে যাওয়া হয়।
সেখানে তাদের চোখ বেঁধে বেধড়ক মারধর করা হয় এবং ২০ লাখ টাকা মুক্তিপণ দাবি করা হয়। প্রাণভয়ে ভুক্তভোগীরা বিকাশের মাধ্যমে ৬ লাখ ৫০ হাজার টাকা ও নগদ ৭০ হাজার টাকা দেন।
পরবর্তীতে, স্থানীয়দের সহায়তায় ৯ মার্চ রাতে দীঘিনালার বোয়ালখালী ইউনিয়নের পশ্চিম কাঠালতলী (চিটিং টিলা) এলাকা থেকে চারজনকে গ্রেফতার করা হয়। তাদের কাছ থেকে একটি দা ও একটি মোবাইল উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় ভুক্তভোগী মো. খলিলুর রহমান ১০ মার্চ দীঘিনালা থানায় মামলা দায়ের করেন।
গ্রেফতারকৃত ৪ জন হলেন- মো. বেলাল হোসেন (২৫), আজিবুর রহমান (২৫), সহিদুল (৪০) ও সুফিয়া বেগম (৫৮)। এছাড়া আরও কয়েকজন পলাতক রয়েছে, যাদের গ্রেফতারে পুলিশ অভিযান চালিয়ে যাচ্ছে।
দীঘিনালা থানার অফিসার্স ইনচার্জ মো. জাকারিয়া বলেন, 'ঘটনার পরপরই তদন্ত শুরু করে অভিযুক্তদের ধরতে অভিযান চালানো হয়েছে।
বোয়ালখালী এলাকা থেকে ৪ জনকে গ্রেফতার করা হয়েছে এবং অন্যদের ধরতে অভিযান চলছে। পর্যটকদের নিরাপত্তা নিশ্চিত করতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সতর্ক রয়েছে।'
মুনতাসির/সাএ
সর্বশেষ খবর
জেলার খবর এর সর্বশেষ খবর