
দেশব্যাপী নারীদের প্রতি সহিংসতা প্রতিরোধ ও ধর্ষকদের দ্রুত বিচার দাবিতে মানববন্ধন করেছে ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) ইংরেজি বিভাগের শিক্ষক-শিক্ষার্থীরা। সোমবার (১০ মার্চ) দুপুরে আড়াইটায় বিশ্ববিদ্যালয়ের রবীন্দ্র-নজরুল অ্যাকাডেমিক ভবনের সামনে এই মানববন্ধন হয়।
মানববন্ধনে বিভাগের শিক্ষার্থীরা ‘চুপ করে থাক, নয়তো ওরা মেরে ফেলবে’, ‘এমন একদেশে বাস করি যেখানে ধর্ষকেরও বিচার হয় বাকীতে’, ‘যে বাংলা জন্ম দেয় নেতা থেকে কর্ষক, সে বাংলায় কীভাবে জন্মায় নরপিশাচ ধর্ষক’, ‘ধর্ষক মুক্ত সমাজ চাই’, ‘ধর্ষকের শাস্তি মৃত্যুদণ্ড নিশ্চিত করুন’, ‘আপনার সন্তানকে নারীদের সম্মান দিতে শেখান’, ‘নারীর প্রতি সহিংসতা বন্ধ করো, সভ্যতার পরিচয় দেও’সহ বিভিন্ন স্লোগান সংবলিত প্ল্যাকার্ড প্রদর্শন করেন।
এসময় বিভাগটির সভাপতি অধ্যাপক ড. মিয়া মোহাম্মদ রাশিদুজ্জামান, অধ্যাপক ড. শাহাদাত হোসেন আজাদ, সহযোগী অধ্যাপক সাজ্জাদ হোসেন জাহিদ, প্রদীপ কুমার অধিকারী, প্রকাশ চন্দ্র বিশ্বাস ও লিটন বরণ সিকদারসহ বিভাগটির শতাধিক শিক্ষার্থী উপস্থিত ছিলেন।
বিভাগের শিক্ষার্থী মুমতাহীনা রিনি বলেন, বাংলাদেশে ধর্ষণ বিরোধী আইন আছে কিন্তু এর কোন প্রয়োগ নেই। আমরা বলতে পারি না কবে নাগাদ একটি ধর্ষণের বিচার হয়েছে! আমরা এই পর্যন্ত একটি ধর্ষণেরও ফাঁসি দিতে দেখিনি। আমরা অতি দ্রুত ধর্ষণের বিচার দেখতে চাই। অনতিবিলম্বে প্রতিটি ধর্ষণের বিচার নিশ্চিতের দাবি জানাচ্ছি।
বিভাগটির সভাপতি অধ্যাপক ড. মিয়া মোহাম্মদ রাশিদুজ্জামান বলেন, আমরা চাই সকল ধরনের বিচার হোক। যেন ধর্ষণের ঘটনা পর্দার অন্তরালে চলে না যায়।
আমরা এইসব ঘটনার দ্রুত এবং কার্যকর বিচার চাই। নারীরা যেন নির্ভয়ে রাস্তায় চলতে পারে সেটির নিশ্চয়তা চাই। যেন আমরা নারীদের মানুষ হিসেবে সামাজিকভাবে মর্যাদা প্রতিষ্ঠা করতে পারি।
মুনতাসির/সাএ
সর্বশেষ খবর