
মৌলভীবাজারে এক আওয়ামীলীগ নেতাকে পুলিশের কাছ থেকে ছিনিয়ে নিয়েছে স্থানীয় কিছু নেতাকর্মীরা। ঘটনাটি ঘটেছে জেলার সদর উপজেলায়।
ছিনিয়ে নেওয়া ওই নেতা সদর উপজেলার আখাইলকুড়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি হাজী আহমদ উদ্দিন। এ ঘটনায় সোমবার (১০ মার্চ) ৪ জনকে আটক করেছে সদর থানা পুলিশ।
এর আগে রোববার রাতে সদর উপজেলার খলিলপুর ইউনিয়নের কাটারাই বাজারে অভিযান চালিয়ে হাজী আহমদ উদ্দিনকে আটক করে শেরপুর পুলিশ ফাঁড়ির সদস্যরা। আটক হাজী আহমদ উদ্দিনকে পুলিশ সদস্যরা মোটরসাইকেলে তুলতে চাইলে স্থানীয় আওয়ামী লীগ নেতারা পুলিশের সঙ্গে ধস্তাধস্তি করে ছিনিয়ে নিয়ে যায়।
এ বিষয়ে শেরপুর পুলিশ ফাঁড়ির এসআই সিপু দাস জানান, আমরা আওয়ামী লীগ নেতা হাজী আহমদ উদ্দিনকে গ্রেফতার করে নিয়ে আসার সময় তাদের লোকবল বেশি থাকায় তারা তাকে ছিনিয়ে নেয়।
পরবর্তীতে অভিযান চালিয়ে আসামি ছিনতাইয়ের সঙ্গে জড়িত থাকার অভিযোগে ৪ জনকে আটক করা হয়েছে। ছিনিয়ে নেওয়া আওয়ামী লীগ নেতাকে আটক করার চেষ্টা অব্যাহত আছে।
মনিরুল ইসলাম, মৌলভীবাজার
মুনতাসির/সাএ
সর্বশেষ খবর
জেলার খবর এর সর্বশেষ খবর