
হত্যা, ডাকাতি, অস্ত্র ও চুরিসহ মোট ৩২ মামলার আসামি কালু হাওলাদারকে (৩৮) গ্রেফতার করেছে রাজবাড়ী জেলা গোয়েন্দা পুলিশ।
কালু মাদারীপুর জেলার সদর উপজেলার ঘটকচর কাওয়াকুড়ি গ্রামের মৃত ফজলু হাওলাদারের ছেলে।সোমবার (১০ মার্চ) দুপুরে রাজবাড়ীর অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস) মো. শরীফ আল রাজীব এ তথ্য নিশ্চিত করেন।
তিনি জানান, রবিবার বিকাল সাড়ে ৫টার দিকে মাদারীপুর জেলার সদর উপজেলার সূর্যমণি এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।
জানা গেছে, কালুর ৩২ টি মামলার মধ্যে কালুর নামে ২২টি ডাকাতির মামলাসহ অন্যান্য মামলা রয়েছে। সবগুলো মামলায় কালু বর্তমানে জামিনে ছিলেন।
রাজবাড়ীর অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস) শরীফ আল রাজীব বলেন, রাজবাড়ীর বালিয়াকান্দি থানার জঙ্গল ইউনিয়নের প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকের বাড়িতে ডাকাতি মামলার আসইম কালু। কালুর নামে হত্যা, ডাকাতি, চুরি ও অস্ত্রসহ বিভিন্ন থানায় ৩২ টি মামলা রয়েছে।
দীর্ঘদিন ধরে তাকে গ্রেফতারের অভিযান চালিয়ে মাদারীপুর জেলার সূর্যমনি এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়েছে। সোমবার তাকে আদালতে প্রেরণ করা হয়েছে।
গ্রেফতারকৃত আসামি ৭ দিনের রিমান্ডের আবেদন করা হবে বলে জানান পুলিশের ওই কর্মকর্তা।
মুনতাসির/সাএ
সর্বশেষ খবর