
নাটোরের সিংড়ায় রাস্তা নির্মাণ নিয়ে তুচ্ছ এক ঘটনাকে কেন্দ্র করে দুপক্ষের সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে অন্তত পাঁচ জন আহত হওয়ার খবর পাওয়া গেছে।
সোমবার (১০মার্চ) রাত ৯টার দিকে উপজেলার ইটালি ইউনিয়নের শালমারা গ্রামে চলাচলের চলাচলের রাস্তা তৈরি করাকে কেন্দ্র করে রুহুল ও মকলেস এই দুই পক্ষের মধ্যে সংঘর্ষ হয় এতে আহত হয় ৫জন।
রুহুল আমিনের পক্ষে আহতরা হলেন, রুহুল আমিন (৬৫) ও তার সহধর্মিণী জেসমিন বেগন (৫০) জিল্লুর রহমান (৫০) রনি আকন্দ (২২) রঙ্গেলা বেওয়া (৮০)
তবে মকলেছুর রহমান মকলেস পক্ষের কারো হতাহতের খবর জানা যায়নি।
এ ঘটনায় অভিযুক্তরা হলেন, ৩নং ইটালি ইউনিয়নের ১নং ওয়ার্ড ইউপি সদস্য মকলেছুর রহমান মকলেস, আইয়ুব, বাবু, ফটিক, রানা, সেলিম, সইয়োব, আনিস।
অভিযুক্ত ইউপি সদস্য মকলেছুর রহমান বলেন, আমি এঘটনার কিছুই জানি না আমি এই ঘটনার সাথে জড়িত নই, আমার বিরুদ্ধে আনীত অভিযোগ সম্পন্ন মিথ্যা বানোয়াট।
তবে এ বিষয়ে নাম প্রকাশে অনিচ্ছুক এলাকাবাসী জানান, রাস্তা তৈরি করার ঘটনায় সংঘর্ষ হলেও এটিকে অযথা রাজনৈতিক রূপ দেয়ার চেষ্টা চালানো হচ্ছে।
এ বিষয়ে সিংড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি আসমাউল হোসাইনকে বারবার ফোন করা হলেও তিনি রিসিভ করেননি। তাই আইনগত বিষয়টি জানা সম্ভব হয়নি।
মুনতাসির/সাএ
সর্বশেষ খবর
জেলার খবর এর সর্বশেষ খবর