
সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষকদের মধ্যে বর্তমানে চরম অস্থিরতা বিরাজ করছে। বিশেষত, ৫ আগস্ট পরবর্তী পরিস্থিতিতে শিক্ষকসমাজের মধ্যে চাপা ভয় ও ক্ষোভের সৃষ্টি হয়েছে। শিক্ষা প্রশাসন একসময় শিক্ষকদের জন্য একটি শিক্ষকবান্ধব পরিবেশের স্বপ্ন দেখেছিল, কিন্তু বর্তমানে তা দুঃস্বপ্নে পরিণত হয়েছে। অযৌক্তিক বদলি প্রথা ও দুর্নীতির কারণে শিক্ষকরা চরম উদ্বেগের মধ্যে রয়েছেন। বদলিকে কেন্দ্র করে নানা অনিয়মের অভিযোগ উঠেছে।
বিশেষত, পতিত সরকারের সময়ে যারা বদলি বাণিজ্যের সাথে জড়িত ছিল, তারা বর্তমানে নতুন করে বদলি বাণিজ্যের এজেন্ট হিসেবে কাজ করছে। গত এক মাসে প্রায় ৪০০ জন শিক্ষককে বদলি করা হয়েছে, যার মধ্যে মাত্র একদিনে ২৬০ জন শিক্ষককে বদলি করা হয়েছে নীতিমালা উপেক্ষা করে। এমন পরিস্থিতিতে, রমজান মাসে দেশের বিভিন্ন প্রান্ত থেকে শত শত শিক্ষক রোজা রেখে শিক্ষা ভবনে এসে বদলি বাতিলের জন্য কান্নাকাটি করছেন।
বদলিতে নানা অনিয়মের ঘটনা সামনে এসেছে। ব্রাহ্মন্দী কে কে এম সরকারি উচ্চ বিদ্যালয় থেকে গুরুতর শারীরিক প্রতিবন্ধী শিক্ষক আল আমিনকে সরাইল অন্নদা উচ্চ বিদ্যালয়ে বদলি করা হয়েছে, যার ছবি সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়েছে। এছাড়াও, ৫০ বছর বয়সোর্ধ্ব এক অসুস্থ মহিলা শিক্ষককে কাপা কাপা শরীরে শিক্ষা ভবনের বিভিন্ন দফতরে বদলি বাতিলের জন্য দৌড়াতে দেখা গেছে। অর্ধ-প্যারালাইজড এক মহিলা শিক্ষককে ১০০ কিলোমিটার দূরের স্কুলে বদলি করা হয়েছে।
এছাড়া, স্বামী-পরিত্যক্ত ও গুরুতর রোগে আক্রান্ত পরিবারের সদস্যদের দেখাশোনায় নিয়োজিত অনেক নারী শিক্ষককে বিনা কারণে দূরদূরান্তে বদলি করা হয়েছে। সরকারি চাকরিজীবী স্বামী-স্ত্রীদেরও একে অপর থেকে বিচ্ছিন্ন করা হয়েছে।
এদিকে, কিছু শিক্ষকের বিরুদ্ধে গুরুতর অভিযোগ থাকা সত্ত্বেও তাদের ‘সারপ্রাইজ পোস্টিং’ দেওয়া হয়েছে এবং নাম পরিবর্তন করে স্নেহের প্রতিষ্ঠানে বদলি করা হয়েছে। অনেক শিক্ষক এমন পরিস্থিতির শিকার হয়েছেন, যেখানে শূন্য পদ না থাকলেও মোটা অঙ্কের ঘুষের বিনিময়ে তাদের বদলি করা হয়েছে। স্থানীয় বিদ্যালয়ে বদলির নির্দেশ থাকলেও অভিযোগ রয়েছে যে তাদের অন্যত্র পাঠানো হয়েছে।
এই পরিস্থিতির বিরুদ্ধে দেশপ্রেমিক ও বিবেকবান নাগরিকদের সোচ্চার হওয়া উচিত, কারণ এ ধরনের দুর্নীতি দেশের শিক্ষা ব্যবস্থাকে বিপর্যস্ত করতে পারে। মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের (মাউশি) মহাপরিচালক প্রফেসর ড. মুহাম্মদ আজাদ খান বিডি২৪লাইভকে জানান, "বদলি বাণিজ্যের ঘটনায় কেউ জড়িত থাকলে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।"
সর্বশেষ খবর
জাতীয় এর সর্বশেষ খবর