
লালমনিরহাটের ডায়াবেটিক হাসপাতাল এলাকায় গত শুক্রবার মসজিদে হাসাহাসিকে কেন্দ্র করে দফায় দফায় সংঘর্ষ এবং সংঘর্ষে আহতদের একজনের মৃত্যুর গুজব ছড়িয়ে বাড়িঘর ভাংচুরের ঘটনায় সুষ্ঠু তদন্তের দাবিতে সংবাদ সম্মেলন করেছে মব জাস্টিসের শিকার দাবি করা শফিকুলের পরিবার। গত সোমবার (১০ মার্চ) রাত ১০ টার দিকে লালমনিরহাট জেলা শহরের আলসাদ হোটেলের সম্মেলন কক্ষ এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে মব জাস্টিসের শিকার দাবি করা পরিবারের সদস্য শাহাদাত হাবীব শাওন বলেন, গত বছরের এপ্রিলে পতিত আওয়ামী সরকারের সন্ত্রাসীরা তাদের বাসায় ঢুকে তার মা, নানী, দাদী সহ পরিবারের কয়েকজনকে এলোপাতাড়ি কুপিয়ে জখম করে।
এ ঘটনায় থানায় মামলা দায়ের করতে গেলেও স্থানীয় এমপির বাধায় সেসময় মামলা নেয়নি পুলিশ। পরে আদালতে মামলা করে পরিবারটি। সেই ঘটনার জেরে গত শুক্রবার রাতে একটি গুজব উসকে দিয়ে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ সমর্থিত কিছু যুবক প্রথমে শাওনের দুই ভাই সৈকত ও জিয়াকে অপহরণ করে তুলে নিয়ে বেধড়ক মারধর করে এবং পরে তাদের বাড়ি সহ আরো তিনজনের বাড়ি ভাঙচুর ও লুটপাট করে। হামলাকারীরা বাড়ীর স্বর্ণালংকার নগদ টাকা সহ মালামাল লুট করে নিয়ে যায়। বর্তমানে শাহাদাতের পরিবারসহ পার্শ্ববর্তী আরো তিন বাড়ির পরিবার নিরাপত্তাহীনতায় ভুগছে বলে সংবাদ সম্মেলনে জানানো হয়। সংবাদ সম্মেলনে শাওনের মা জমিলা বেগম, মামা ফজলুর রহমান, মামী আনজু বেগম উপস্থিত ছিলেন।
এর পরদিন (১১ মার্চ) উক্ত সংবাদ সম্মেলনের প্রতিবাদ এবং সংঘর্ষে জড়িতদের সকলকে গ্রেফতারের দাবিতে শহরের মিশন মোড়ে মানববন্ধন করে প্রতিপক্ষ আব্দুস সালামের লোকজন। মানববন্ধনে অংশ নেওয়া স্থানীয়রা তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নিতে প্রশাসনের প্রতি আহ্বান জানিয়েছেন।
সালাউদ্দিন/সাএ
সর্বশেষ খবর
জেলার খবর এর সর্বশেষ খবর