
টাঙ্গাইলের মির্জাপুরে সামাজিক যোগাযোগ মাধ্যম- ফেসবুকে একাধিক কুরুচিপূর্ণ স্ট্যাটাস ও মন্তব্যের দায়ে নবী নূর ইসলাম (৩৮) নামের এক যুবক গণধোলাই দিয়ে পুলিশে সোপর্দ করেছে এলাকাবাসী।
সোমবার ( ১০ মার্চ) দিনগত রাতে উপজেলার গোড়াই ইউনিয়নের দেওহাটা এলাকায় এই ঘটনা ঘটে। গণধোলাইয়ের শিকার নবী নূর ইসলাম ওই এলাকার জাহের আলী ব্যাপারির ছেলে বলে জানা গেছে।
স্থানীয়রা জানায়, নবী নূর ইসলাম একজন উচ্চ শিক্ষিত মানুষ। এলাকায় টিউশনিও করে। কিন্তু সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যম- ফেসবুকে সে মহানবী (সা.) কে নিয়ে বেশকিছু কুরুচিপূর্ণ স্ট্যাটাস ও মন্তব্য করেছে। এসব এলাকাবাসীর নজরে পড়ায় লোকজন ক্ষিপ্ত হয়ে সন্ধ্যায় তাকে ধরে পুলিশে দিয়েছে।
মির্জাপুর থানার ওসি মো. মোশারফ হোসেন বলেন, ওই যুবকের বিরুদ্ধে সাইবার নিরাপত্তা আইনে মামলা দায়ের হয়েছে। তাকে আদালতে সোপর্দ করা হবে।
সালাউদ্দিন/সাএ
সর্বশেষ খবর
জেলার খবর এর সর্বশেষ খবর