
পাবনার ভাঙ্গুড়ায় গোলাম রাব্বি নামের এক সাংবাদিক ও তার বাবাকে পেটানোর অভিযোগে জাতীয় গণমাধ্যম ও অনলাইনে সংবাদ প্রকাশ হলে বিএনপি'র অঙ্গ সহযোগী সংগঠন জিয়া সাইবার ফোর্সের সভাপতি দুলুকে বহিষ্কার করা হয়েছে। সেই সাথে ভাঙ্গুড়া উপজেলার ওই সংগঠনের যাবতীয় কার্যক্রম স্থগিত ঘোষণা করা হয়েছে।
গতকাল সোমবার (১০ মার্চ) রাতে ঢাকা কেন্দ্রীয় জিয়া সাইবার ফোর্স সংগঠনের দপ্তর সম্পাদক রুহুল আমিন আলামিন স্বাক্ষরিত এক পত্রে এমন তথ্য জানানো হয়। ওই চিঠিতে উল্লেখ করা হয় জিয়া সাইবার ফোর্স পাবনা জেলা শাখার অধীন ভাঙ্গুড়া উপজেলা শাখার, সভাপতি রানা আহম্মেদ দুলু তার বিরুদ্ধে আনিত গণমাধ্যমকর্মীকে হেনস্তা ও মারধরের অভিযোগ প্রমাণিত হওয়ায়, জিয়া সাইবার ফোর্স কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভাপতি কে এম হারুন অর রশিদ ও সাধারণ সম্পাদক রবিউল আউয়াল তালুকদার (রবি) র' সম্মতি সিদ্ধান্তক্রমে ভাঙ্গুড়া উপজেলা শাখার সভাপতি রানা আহমেদ দুলুকে স্থায়ীভাবে বহিষ্কার করা হলো ও পাবনা জেলা কমিটিকে ভাঙ্গুড়া উপজেলা শাখা কমিটি বিলুপ্ত ঘোষণা করার নির্দেশ দেওয়া হয়েছে।
গোলাম রাব্বি জাতীয় দৈনিক খবরপত্র পত্রিকার ভাঙ্গুড়া উপজেলা প্রতিনিধি এবং শ্যামল বাংলা পত্রিকার পাবনা জেলা প্রতিনিধি। গত রবিবার (৯ মার্চ) সন্ধ্যা ৬টার দিকে ভাঙ্গুড়া স্মৃতিসৌধের সামনে এ মারপিটের ঘটনা ঘটে।
তাৎক্ষণিকভাবে এমন পদক্ষেপ নেওয়ায় জিয়া সাইবার ফোর্সের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভাপতি কে এম হারুন অর রশিদ, সাধারণ সম্পাদক রবিউল আউয়াল তালুকদার (রবি) পাবনা জেলা শাখার সভাপতি মো. রুবেল শেখ কে ভাঙ্গুড়ায় কর্মরত সাংবাদিক গন ও সচেতন মহল সাধুবাদ জানিয়েছেন।
সালাউদ্দিন/সাএ
সর্বশেষ খবর
জেলার খবর এর সর্বশেষ খবর