
মানিকগঞ্জের শিবালয় উপজেলা থেকে রোমান আহমেদ চৌধুরী (৪২) নামের এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (১১ মার্চ) দুপুর ১২ টার দিকে উপজেলার পাটুরিয়া ঘাট এলাকার আরসিএল মোড়ের পাশের একটি পুকুরের থেকে তার লাশ উদ্ধার করা হয়। শিবালয় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কামাল হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।
নিহত রোমান হবিগঞ্জ জেলা সদরের রামাড়গাঁও এলাকার নেছার আহমেদ চৌধুরীর ছেলে। তিনি মানসিক ভারসাম্যহীন একজন ভবঘুরে।
শিবালয় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কামাল হোসেন বলেন, 'ঢাকা-পাটুরিয়া মহাসড়কের পাটুরিয়া ঘাটের কাছে আরসিএল মোড়ের পাশে পুকুর পাড়ে একটি অজ্ঞাত লাশ দেখতে পেয়ে স্থানীয়রা পুলিশকে খবর দেয়। ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মানিকগঞ্জ সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। পরিচয় শনাক্ত করার পর আত্মীয় স্বজনদের খবর দেওয়া হয়। নিহতের স্বজনরা জানিয়েছি সে ভবঘুরে ছিলো। সাথে বিভিন্ন মাদক গ্রহন করতেন।' লাশের ময়নাতদন্তের পর মৃত্যুর কারণ জানা যাবে বলেও তিনি জানান।
সালাউদ্দিন/সাএ
সর্বশেষ খবর
জেলার খবর এর সর্বশেষ খবর