
“তুমি কে, আমি কে, আছিয়া আছিয়া” স্লোগানে উত্তাল হয়ে উঠে মঙ্গলবার বেলা তিনটার দিকে কিশোরগঞ্জ উপজেলা। তারা স্লোগান দিতে দিতে প্রায় শতাধিক শিক্ষার্থী নিয়ে উপজেলা পরিষদ চত্বরে যায়। সেখানে তারা প্রায় আধা ঘণ্টাব্যাপী মানববন্ধন করে। এসময় “তুমি কে, আমি কে, আছিয়া আছিয়া”, “ধর্ষকের সর্বোচ্চ শাস্তি চাই” সহ বিভিন্ন স্লোগানে উত্তাল হয়ে উঠে উপজেলা পরিষদ।
মানববন্ধনের ব্যানারে দেশব্যাপী নারীদের বিরুদ্ধে সহিংসতা, নিপীড়ন, ধর্ষণ, অনলাইনে হেনস্তা এবং আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ও বিচারহীনতার প্রতিবাদ করেন তারা। মানববন্ধন শেষে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র সোহাগ, এসএসসি পরীক্ষার্থী সেজ্যোতি। তারা তাদের বক্তব্যে- ধর্ষকের সর্বোচ্চ শাস্তির দাবি জানান। পরে তারা উপজেলার প্রধান প্রধান সড়কে বিক্ষোভ করে। কিশোরগঞ্জ উপজেলার সকল ছাত্র-ছাত্রীবৃন্দের আয়োজনে মানববন্ধনটি অনুষ্ঠিত হয়।
এর আগে সোমবার বিকালে কিশোরগঞ্জ সরকারি কলেজ শাখা ছাত্রদলের আয়োজনে ধর্ষকের সর্বোচ্চ শাস্তির দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়।
শাকিল/সাএ
সর্বশেষ খবর
জেলার খবর এর সর্বশেষ খবর