
সিরাজগঞ্জে হাত-পা বাঁধা অবস্থায় ধানক্ষেতে মেলা সেই নিহত ব্যক্তির হত্যার রহস্য উদ্ঘাটন করেছে সিরাজগঞ্জ পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)। এঘটনায় ইতোমধ্যেই তিনজনকে গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। মঙ্গলবার (১১ মার্চ) দুপুর ১২ টার দিকে সিরাজগঞ্জ জেলা কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এসব কথা জানান পিবিআই পুলিশ সুপার এম এন মোর্শেদ।
তিনি জানান, গত ২৪ ফেব্রুয়ারি জেলার রায়গঞ্জের নিঝুড়ি গ্রামের একটি ধানক্ষেত থেকে হাত-পা বাধা অবস্থায় একটি মরদেহ উদ্ধার করে রায়গঞ্জ থানা পুলিশ। পরেরদিন ভিকটিমের ভাই আসাদুজ্জামান রঞ্জু বাদী হয়ে একটি হত্যা মামলা দায়ের করেন। পরে স্বপ্রণোদিত হয়ে মামলার তদন্তভার গ্রহণ করে পিবিআই। এতে জানা যায়, নিহতের নাম কামাল হোসেন চঞ্চল। তিনি বরিশালের গৌরনদী হলেও পরিবার নিয়ে ঢাকাতেই থাকতেন।
পুলিশ সুপার বলেন, নিহতের ঢাকাতে মোবাইল এক্সসোরিজ ও সমবায় সমিতির ব্যবসা ছিল। একইসাথে সে আদম ব্যবসায়ে জড়িয়ে পড়ে। তারই দোকানের কর্মচারী করিমের মাধ্যমে কুড়িগ্রাম জেলার ভুরুঙ্গমারী থানার বেশ কয়েকজন যুবকের কাছ থেকে ইতালি পাঠানোর কথা বলে মোটা অঙ্কের টাকা গ্রহণ করে সে। কিন্তু সে টাকা নেওয়ার পরে দীর্ঘদিন যাবৎ এই যুবকদের ইতালি পাঠাতে ব্যর্থ হয়। এদিকে যুবকদের টাকাও দেয় না। এতে ক্ষুব্ধ হয়ে হয়রানির শিকার যুবকেরা গত ২৩ ফেব্রুয়ারি কামাল হোসেনকে ধানমন্ডি থেকে মাইক্রোবাসে করে অপহরণ করে হত্যার পরে মরদেহ ওখানে ফেলে রেখে যায়।
এ ঘটনায় কুড়িগ্রাম জেলার ভুরুঙ্গমারী এলাকার রাসেল হোসাইন (২৫), নাসিদুর জামান নসিব (২৩) ও কফিলুর রহমান (২৩) কে গ্রেপ্তার করা হলে তারা আদালতে এই হত্যার কথা স্বীকার করে জবানবন্দি দেন। হত্যায় জড়িত অন্যান্যদের গ্রেপ্তারে চেষ্টা চলছে।
সংবাদ সম্মেলনে পিবিআই এর অন্যান্য কর্মকর্তা ও সিরাজগঞ্জে কর্মরত গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।
শাকিল/সাএ
সর্বশেষ খবর
জেলার খবর এর সর্বশেষ খবর