
দেশজুড়ে খুন, ধর্ষণ, ছিনতাই, চাঁদাবাজি এবং সকল সন্ত্রাসী কর্মকাণ্ডের সাথে জড়িত অপরাধীদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে বিক্ষোভ মিছিল করেছে মানিকগঞ্জের সাধারণ শিক্ষার্থীরা। মঙ্গলবার (১১ মার্চ) দুপুরে সরকারি দেবেন্দ্র কলেজের সামনে থেকে বিক্ষোভ মিছিলটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে শহিদ রফিক চত্বরে এসে শেষ হয়।
এ সময় সরকারি দেবেন্দ্র কলেজ এবং সরকারি মহিলা কলেজের শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। এ সময় শিক্ষার্থীরা ‘আমার সোনার বাংলায়, ধর্ষকদের ঠাঁই নাই’, ‘সারা বাংলায় খবর দে, ধর্ষকদের ফাঁসি দে’, ‘জাস্টিস জাস্টিস, উই ওয়ান্ট জাস্টিস’ ইত্যাদি স্লোগান দেন।
বিক্ষোভ সমাবেশে শিক্ষার্থীরা বলেন, ছাত্র-জনতা রাস্তায় না নামা পর্যন্ত ধর্ষকদের কেন বিচার শুরু হয় না, তা জানতে চাই আমরা। এ ছাড়া অন্তর্বর্তী সরকার দলীয় সরকার না হওয়া সত্ত্বেও ধর্ষকদের কেন দ্রুত বিচার করতে পারছে না, তা আমরা জানতে চাই।
শিক্ষার্থী হাসনা হেনা বলেন, আমরা এখানে কাউকে শুভেচ্ছা বা স্বাগতম দিতে আসিনি, মানুষের শরীরের কোনো একটা অঙ্গপ্রত্যঙ্গ কাটলে মানুষটা যেমন ছটফট করে ঠিক সেই ছটফটানি নিয়ে আমরা এখানে এসেছি। শুধু শিশু আছিয়া নয়, তনু হত্যা, নুসরাতকে পুড়িয়ে মারা এসব পরপর ঘটে আসা ধর্ষণ-নির্যাতনে আমরা প্রতিবাদও করতে পারিনি। আজকে আমাদের বুকফাটা কান্না আমরা ধরে রাখতে পারছি না। যে দেশে একটা শিশু সুগঠিত নারী হওয়ার আগেই ধর্ষিত হয়, সেই দেশ আমরা চাই না। ধর্ষকদের হাত গুঁড়িয়ে দেওয়া হোক। আমাদের দাবিতে কেউ হস্তক্ষেপ করতে আসলে তাদের হাত গুড়িয়ে দিতে আমরা দুবার ভাববো না।
শিক্ষার্থী আফসানা আনিকা বলেন, সারাদেশে এক নৈরাজ্য চলছে। অপরাধমূলক কাজ আশঙ্কাজনক হারে বেড়েছে। মানুষের জীবন মানের অবনতি দেখা দিয়েছে। আমরা চাই সকল ধরনের অন্যায় কর্মকাণ্ড বন্ধ হোক এতে করে রাষ্ট্রের গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে হবে। রাষ্ট্রযন্ত্রের দুর্বলতায় দেশে আজ অরাজকতা বেড়েছে। সকল অপরাধমূলক কার্যক্রম প্রশাসনকে শক্ত হাতে দমন করতে হবে।
এ সময় শিক্ষার্থীরা হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, ছাত্র-জনতা জুলাই-আগস্ট বিপ্লব এনে দিয়েছে। এ দেশে কেউ যদি অরাজকতা সৃষ্টি করতে চায় তা প্রতিরোধ করার জন্য আমরা রাজপথে থাকবো।
শাকিল/সাএ
সর্বশেষ খবর