
বিএনপিতে অনুপ্রবেশ নিয়ে তর্কবিতর্কের জেরে। টাঙ্গাইলের গোপালপুর পৌর শহরের সূতী কালিবাড়ীতে ছুরিকাঘাতে গুরুতর আহত হয়েছে, উপজেলা বিএনপি'র সাধারণ সম্পাদক কাজী লিয়াকতের ছেলে স্মরণ (২০) এবং আভুঙ্গী মহল্লার হাসান আলীর ছেলে মো. মারুফ (২১)।
মঙ্গলবার রাত ৯টার এই ঘটনা ঘটে, আহতদের গোপালপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসার জন্য নিয়ে গেলে, কর্তব্যরত চিকিৎসক স্মরণে ও মারুফকে উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজে রেফার্ড করেনি। সেনাবাহিনীর সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।
পৌর বিএনপির সভাপতি খালিদ হাসান উথান বলেন, দুই গ্রুপেই আওয়ামী লীগের সংশ্লিষ্টতা রয়েছে, আওয়ামী লীগ নেতা সুরুজের সাথে তাদের বিভিন্ন সময়ের ছবি রয়েছে। অনুপ্রবেশকারীদের উসকানিতেই বিএনপিরা এই মার খেয়েছে, আওয়ামী লীগ থেকে বিএনপিতে অনুপ্রবেশকারীরাই মূলত এই ঘটনা ঘটিয়েছে।
পৌর বিএনপির সাধারণ সম্পাদক মো. চাঁনমিয়া বলেন, উভয় গ্রুপের আওয়ামী লীগ সংশ্লিষ্টতা রয়েছে, তারা বর্তমানে বিএনপির প্রশ্রয়ে চলাফেরা করে। এ নিয়ে বাকবিতণ্ডা সৃষ্টি হলে সুতি কালিবাড়ী বাজারের মিঠুনকে মারধর করা হয়, পরে মিঠুন দলবল নিয়ে স্মরণ গ্রুপের উপর আক্রমণ করে।
গোপালপুর থানা অফিসার ইনচার্জ (ওসি) গোলাম মুক্তার আশরাফ উদ্দিন বলেন, ঘটনা সম্পর্কে অবগত আছি, অপরাধীদের ধরতে অভিযান অব্যাহত আছে।
শাকিল/সাএ
সর্বশেষ খবর
জেলার খবর এর সর্বশেষ খবর