
গাজীপুরের কালীগঞ্জে ভুল চিকিৎসায় শিশু মৃত্যুর অভিযোগে জরিনা ক্লিনিক নামে একটি ভুয়া ক্লিনিককে সিলগালা ও ৮০ হাজার টাকা অর্থদন্ড প্রদান করে ভ্রাম্যমাণ আদালত।
বুধবার (১২ মার্চ) বিকেলে উপজেলার জামালপুরের কলাপাটুয়া এলাকায় অভিযান পরিচালনা করে ওই দণ্ড দেন ভ্রাম্যমাণ আদালতের বিচারক ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তনিমা আফ্রাদ। দণ্ডপ্রাপ্ত জাকিয়া (৪৫) ওই এলাকার মৃত সামশুদ্দিন আহমেদের মেয়ে। তিনি ভুয়া জরিনা ক্লিনিকের স্বত্বাধিকারী।
সন্ধ্যায় বিষয়টি নিশ্চিত করে ইউএনও বলেন, গত দুই মাস আগে ভুল চিকিৎসায় শিশু মৃত্যুর অভিযোগ আসে। পরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ৩জন চিকিৎসকের সমন্বয়ে একটি তদন্ত দল গঠন করা হয়। তাদের তদন্তে জরিনা ক্লিনিক দোষী প্রমাণিত হয়। এসময় ক্লিনিকের মালিক জাকিয়া ক্লিনিক পরিচালনার জন্য প্রয়োজনীয় অনুমোদনের কাগজপত্র দেখাতে পারেন নি।
তাছাড়া তিনি জরিনা ফার্মেসিতে বসে জরিনা ক্লিনিক নামে অবৈধভাবে প্রসূতিদের চিকিৎসা দিয়ে আসছিলেন। তাই ভোক্তা অধিকার আইন ২০০৯ এর ৫২ ধারায় ক্লিনিক সিলগালাসহ ৮০ হাজার টাকা দণ্ড প্রদান করা হয়।
তদন্ত কমিটির সদস্য ও ভ্রাম্যমাণ আদালতের প্রসিকিউটর ডা. জেসিলি ঘোষ মুনমুন বলেন, গত দুই মাস আগে কলাপাটুয়া এলাকার মাসুদ মোল্লা নামে একজন এসে অভিযোগ করেন তার স্ত্রীর প্রসব বেদনা উঠলে তিনি পার্শ্ববর্তী জরিনা ক্লিনিকে নিয়ে যান। তার স্ত্রীর পূর্বে অস্ত্রপাচারের মাধ্যমে বাচ্চা প্রসব করেছিলেন জেনেও জাকিয়া তাকে ভুল চিকিৎসা দিয়ে বাচ্চা প্রসব করাতে চেয়েছিলেন।
যে কারণে বাচ্চা প্রসবের আগেই মায়ের পেটে মারা যায়। উচিত ছিল দ্রুত হাসপাতালে নিয়ে অস্ত্রোপচারের মাধ্যমে বাচ্চা প্রসব করানোর। ওই নারীর কারণে একটি শিশু প্রাণ হারালো।
মুনতাসির/সাএ
সর্বশেষ খবর
জেলার খবর এর সর্বশেষ খবর