
টাঙ্গাইলের মির্জাপুরে ১০ বছর বয়সী শিশু ধর্ষণের ঘটনায় হওয়া মামলায় অভিযুক্ত বাবাকে পালাতে সহায়তা করায় ছেলেকে গ্রেপ্তার করেছে পুলিশ।
গ্রেপ্তারকৃত ওই ছেলের নাম সাব্বির হোসেন (২১)। মঙ্গলবার রাতে মেহেরপুর জেলার গাংনী থানার রামনগর গ্রামে অভিযান চালিয়ে একটি ভুট্টা ক্ষেত থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
পুলিশ জানায়, গোপন তথ্যের ভিত্তিতে পুলিশ জানতে পারে অভিযুক্ত ফিরোজ মেহেরপুর জেলার গাংনিতে অবস্থান করছেন। সেখানে অভিযান চালিয়ে একটি ভুট্টা ক্ষেত থেকে অভিযুক্তের ছেলে সাব্বির হোসেনকে গ্রেপ্তার করা হয়। কিন্তু বাবা- ছেলে একসাথে অবস্থান করলেও বাবাকে পালিয়ে যেতে সহায়তা করে ছেলে। এতে প্রধান আসামি পুলিশের হাতছাড়া হয়ে যায়।
প্রসঙ্গত, গত ১৭ ফেব্রুয়ারি দ্বিতীয় শ্রেণিতে পড়ুয়া এক মাদ্রাসা ছাত্রীকে (১০) ধর্ষণের ঘটনা ঘটে। ঘটনার এক সপ্তাহ পর স্থানীয় আব্দুল মালেক, বাবুল ও ফাজুসহ কয়েকজন গ্রাম্য মাতাব্বর এই ঘটনা ধামাচাপা দিতে সালিশ করে। সালিশে ধর্ষককে দেড় লাখ জরিমানা করা হয়। ঘটনার ১৯ দিন পর গত ৮ মার্চ শিশুটির মা ৫ জনের নাম উল্লেখ করে আরও ২ থেকে ৩ জনকে অজ্ঞাত আসামি করে মির্জাপুর থানায় মামলা দায়ের করেন।
মির্জাপুর থানার ওসি মোশারফ হোসেন বলেন, শিশু ধর্ষণের ঘটনায় গ্রেপ্তার সাব্বিরকে বুধবার আদালতে সোপর্দ করে ৫ দিনের রিমান্ড আবেদন করা হয়েছে। মূল আসামিসহ বাকি আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।
মুনতাসির/সাএ
সর্বশেষ খবর
জেলার খবর এর সর্বশেষ খবর