
সুনামগঞ্জের বিশ্বম্ভরপুরে করচার হাওরে বৃষ্টির জন্য নামাজ পড়লেন মুসল্লীগন। বুধবার (১২ মার্চ) বাদযোহর উপজেলার মুক্তিখলা মল্লিকপুর গ্রামের বান্দেরঘাট এলাকায় বৃষ্টির জন্য এক নামাজ অনুষ্ঠিত হয়।
মল্লিকপুর (হাজি বাড়ির) হাজী ফয়জুর রহমান জানিয়েছেন,নামাজ শেষে এলাকার ছোট বড় সবাই মিলে আল্লাহর নিকট প্রার্থনা করেন। আল্লাহ যেন বৃষ্টি দিয়ে আমাদের ফসল রক্ষা করেন।
কারণ বৃষ্টি না হলে হাওরের ফসল নষ্ট হয়ে যাবে। এজন্য সবাই মহান আল্লাহর নিকট দোয়া করেন যাতে রহমতের বৃষ্টি হয়ে ফসলকে বরকতময় করে দেন। গত বছরেও আমাদের হাওরে বৃষ্টির জন্য নামাজ পড়া হয়েছে।
এসময় উপজেলার মুক্তিখলা, মল্লিকপুর,নতুন পাড়া, পদ্মনগর, বাগ গাও সহ আসে পাশের লোকজন এই বছরেও নামাজে শরিক হন।
এ সময় মল্লিকপুর (হাজি বাড়ির) হাজী ফয়জুর রহমান, আতাউর রহমান, সবুজ পাশা, লোকমান হেকিম, আবদুল্লাহ, আবদুল আওয়াল, আব্দুর নুর, আব্দুল হাসিম, আবুল হাসান, মুক্তিখলার আব্দুল কুদ্দুস, মাওলানা আবুল কাসেম, মাওলা আব্দুল বাছেত,মাওলানা আব্দুল হক আজমি, মাওলানা মাফিকুল, মাওলানা আক্তার, মাওলানা আমিনসহ মাদ্রাসার ছাত্ররা উপস্থিত ছিলেন।
মুনতাসির/সাএ
সর্বশেষ খবর