
বগুড়া শেরপুর করোতোয়া নদী থেকে অবৈধভাবে ড্রেজার মেশিন দিয়ে বালু উত্তোলন করায় গভীর রাতে শেরপুর উপজেলা প্রশাসন তাদের বিরুদ্ধে অভিযান চালিয়ে উত্তোলনের কাজে ব্যবহৃত খনন যন্ত্রের তিনটি ব্যাটারি জব্দ করে।
বুধবার (১২ মার্চ) বিকালে সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট এস এম রেজাউল করিম এক প্রেস বিজ্ঞপ্তি এসব তথ্য নিশ্চিত করেন।
তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি গাড়িদহ ইউনিয়নের রামেশ্বরপুর গ্রামের বিপ্লব পরামানিক নামের একজন নদী থেকে অবৈধভাবে বালু ও মাটির উত্তোলন করছে। সেখানে ১১ই মার্চ রাত ১১ টায় শেরপুর থানা পুলিশের সহায়তায় অবৈধ বালু মাটি উত্তোলন বন্ধ করতে একটি অভিযান পরিচালনা করা হয়।
এসময় অবৈধভাবে বালু ও মাটির উত্তোলনের কাজে ব্যবহৃত খনন যন্ত্রের তিনটি ব্যাটারি জব্দ করে এবং অবৈধ বালু ব্যবসায়ী বিপ্লবকে আটক করে ৩ মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়।
এ সময় সহকারী কমিশনার ভূমি এস এম রেজাউল করিম বলেন, করতোয়া নদী অনিয়ন্ত্রিত খনন ও বালু উত্তোলন করা হলে নদীর তীরবর্তী ফসলে জমি ক্ষতিগ্রস্ত হয়ে পড়বে। জনস্বার্থে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
মুনতাসির/সাএ
সর্বশেষ খবর