
বগুড়ার ধুনটে ধর্ষণচেষ্টাসহ একাধিক মামলার আসামি খায়রুল সরকার (৩৬) নামে এক মাদককারবারি কারামুক্ত হয়ে ফের ঘুমন্ত রোজাদার গার্মেন্টস কর্মীকে (১৭) ধর্ষণের চেষ্টা করেছে।
বুধবার (১২ মার্চ) সকাল সোয়া ৫টার দিকে উপজেলার মাঠপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। এ ঘটনায় দুপুরের পর ভুক্তভোগী ওই গার্মেন্টস কর্মীর মা বাদি হয়ে খায়রুল সরকারের বিরুদ্ধে থানায় মামলা দায়ের করে। খায়রুল সরকার উপজেলার মাঠপাড়া গ্রামের কমর উদ্দিন সরকারের ছেলে।
মামলা সূত্রে জানা যায়, ভুক্তভোগী ওই নারীর বাবা প্রায় ১১ বছর আগে মারা গেছেন। মাকে নিয়ে অভাব অনটনের সংসার তার। মেয়েটির মা কৃষি শ্রমিকের কাজ করেন। আর ভুক্তভোগী মেয়েটি ঢাকায় একটি পোশাক কারখানায় চাকরি করেন। শারীরিক অসুস্থতার কারণে কয়েকদিন আগে মেয়েটি পোশাক কারখানা থেকে ছুটি নিয়ে গ্রামের বাড়িতে আসেন।
বুধবার সকাল ৫টায় মেয়েটির মা আলু তোলার কাজে ফসলের মাঠে যান। মেয়েটি ঘরে ঘুমিয়ে ছিলেন। বাড়িতে কেউ না থাকার সুযোগে প্রতিবেশী খায়রুল সরকার ঘরে ঢুকে ঘুমন্ত ওই গার্মেন্টস কর্মীকে ধর্ষণের চেষ্টা চালায়। তখন মেয়েটির চিৎকারে স্থানীয়রা ঘটনাস্থলে পৌঁছলে সে সটকে পড়ে।
ধুনট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইদুল আলম বলেন, গার্মেন্টস কর্মীকে ধর্ষণচেষ্টা মামলার আসামি খায়রুল সরকারকে গ্রেফতারের চেষ্টা চলছে।
মুনতাসির/সাএ
সর্বশেষ খবর