
ময়মনসিংহের গৌরীপুরে ৪ বছর বয়সী শিশুকে ধর্ষণের অভিযোগে মো. সিদ্দিক নামে এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ।
বুধবার (১২ মার্চ) সন্ধ্যার দিকে উপজেলার সীমান্তবর্তী বিশিউড়া গ্রাম থেকে তাকে গ্রেফতার করা হয়। অভিযুক্ত সিদ্দিক মিয়া (৫৫) উপজেলার মাওহা ইউনিয়নের কড়েহা লোনাপাড়া গ্রামের মৃত আব্দুর রশিদের ছেলে।
স্থানীয় ও মামলা সূত্রে জানা যায়, গত ৬ মার্চ দুপুরে মো. সিদ্দিক মিয়া খেলার ছলে চার বছর বয়সী শিশুকে লাউ ক্ষেতে নিয়ে ধর্ষণ করে। শিশুটির চিৎকার শুনে শিশুটির মা ও দাদি ঘটনাস্থলে ছুটে যায়। এসময় সিদ্দিক পালিয়ে যায়। পরে শিশুটিকে উদ্ধার করে গৌরীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। পরে সেখান থেকে চিকিৎসা শেষে শিশুটিকে বাড়িতে নিয়ে আসা হয়।
পরবর্তীতে ৯ মার্চ শিশুটি অসুস্থ হয়ে পড়লে তাকে উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়। শিশুটি এখনও হাসপাতালে চিকিৎসাধীন আছে। এদিকে ধর্ষণের ঘটনা ধামাচাপা দিতে স্থানীয় একটি পক্ষ সালিশ-দরবার করে বলে অভিযোগ উঠেছে। অপরদিকে বুধবার শিশুটির বাবা বাদী হয়ে সিদ্দিক মিয়াকে আসামি করে গৌরীপুর থানায় মামলা দায়ের করেন।
ওই দিন সন্ধ্যায় অতিরিক্ত পুলিশ সুপার দেবাশীষ কর্মকার নেতৃত্বে পুলিশ অভিযান চালিয়ে অভিযুক্ত সিদ্দিক মিয়াকে গৌরীপুর উপজেলার সীমান্তবর্তী বিশিউড়া গ্রাম থেকে গ্রেফতার করে।
গৌরীপুর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার দেবাশীষ কর্মকার বলেন, শিশু ধর্ষণের ঘটনায় মামলা হয়েছে। পুলিশ অভিযান চালিয়ে অভিযুক্ত ব্যক্তিকে গ্রেফতার করেছে। পাশাপাশি যারা ধর্ষণের ঘটনা ধামাচাপা দিতে সালিশ-দরবার করেছে তদন্ত করে তাদের বিরুদ্ধেও ব্যবস্থা গ্রহণ করা হবে।
গৌরীপুর উপজেলা নির্বাহী অফিসার এম সাজ্জাদুল হাসান বলেন, খবর পেয়ে আমরা নির্যাতিতা শিশুর বাড়িতে গিয়ে তাদের বিষয়ে সার্বিক খোঁজ-খবর নিয়েছি। এই পরিবারটিকে আমাদের পক্ষ থেকে সব ধরনের সহযোগিতা করা হবে।
মুনতাসির/সাএ
সর্বশেষ খবর
জেলার খবর এর সর্বশেষ খবর