
কুষ্টিয়ায় ডিবি পুলিশের বিশেষ অভিযানে হত্যা মামলার একজন পলাতক আসামী গ্রেফতার হয়েছে। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে কুষ্টিয়ায় শিক্ষার্থী ও জনতা সহ শহীদ হয় নয়জন। পরে নিহতের পরিবারের সদস্যরা কুষ্টিয়া মডেল থানায় এজাহার দাখিল করেন। গত ৫আগস্ট স্বৈরাচার শেখ হাসিনা সরকার পতনের পর আওয়ামী লীগের নেতারা গাঢাকা দেয়। এজাহার নামীয় আসামীরা ধরাছোঁয়ার বাইরে রয়েছে।
তথ্য সূত্রে জানা যায়, এজাহারনামীয় আসামীদের গ্রেফতারের জন্য কুষ্টিয়া গোয়েন্দা নজরদারি শুরু করে। এরই ধারাবাহিকতায় বুধবার (১২ মার্চ) দুপুর ৪ টার দিকে কুষ্টিয়া জেলা পুলিশ সুপার মিজানুর রহমান এর নির্দেশে একটি চৌকস অভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে কুষ্টিয়া জেলা গোয়েন্দা শাখার এস,আই জনির নেতৃত্বে এ,এস,আই কামরুল ইসলামসহ সঙ্গীয় ফোর্সসহ আসামির নিজ এলাকা কুষ্টিয়ার লাহিনী পাড়ায় এই অভিযান পরিচালিত হয়।
উক্ত অভিযানে ইউসুফ শেখ হত্যা মামলার এজাহার নামীয় পলাতক আসামি কুষ্টিয়ার লাহিনী পাড়ায় মৃত সাহেব হোসেনের ছেলে অধ্যক্ষ আলতাফ হোসেনকে গ্রেফতার করে। আসামি আলতাফ হোসেন শহরের মিলপাড়া আদর্শ ডিগ্রি কলেজের অধ্যক্ষ হিসেবে কর্মরত রয়েছেন।
কুষ্টিয়া জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুঃ মোরাদুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেন।
ডিবি পুলিশ সূত্রে জানা যায়, গ্রেপ্তার আসামিকে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য কোর্টে হস্তান্তর করা হবে। আরও জানা যায় ৫৬নং হত্যা মামলার এজহার নামীয় আসামী এই অধ্যক্ষ আলতাফ হোসেন।
উল্লেখ, গত ০৫ আগস্ট কুষ্টিয়া জেলার সদর থানাধীন থানাপাড়া এলাকায় শিক্ষার্থীদের বৈষম্য বিরোধী আন্দোলনের সময় দুষ্কৃতকারীদের দেশীয় ধারালো অস্ত্রের আঘাতে চর থানাপাড়ার মৃত এদাত আলী শেখের পুত্র ইউসুফ শেখ(৬৬) নিহত হয়। উক্ত হত্যাকাণ্ডের প্রেক্ষিতে নিহতের মেয়ে সীমা বাদী হয়ে ৭৫ জনের নাম উল্লেখ্য ও ২০থেকে ৩০জনকে অজ্ঞাত নামা করে কুষ্টিয়া মডেল থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। এদিকে এ মামলার প্রধান আসামি আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক সাবেক এমপি মাহবুবউল আলম হানিফ ও ২য় আসামী তার ছোট ভাই শহর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আতাউর রহমান আতা সহ অন্যান্য আসামীরা এখন পর্যন্ত পলাতক রয়েছে।
নাম প্রকাশে অনিচ্ছুক স্থানীয় একটি সূত্রে জানা যায়, গ্রেফতারকৃত আসামি মিলপাড়া আদর্শ ডিগ্রি কলেজে বিগত ১৬ বছর হানিফের ভাই আতার নির্দেশে কলেজে রামরাজত্ব কায়েম করেছে। কলেজে টেন্ডার বাণিজ্য সহ নানান অপরাধমূলক কাজে জড়িত থেকে আওয়ামী লীগ নেতা আতাকে সহযোগিতা করতেন। আসামির শাস্তি দাবি করেন স্থানীয় জনতা।
সালাউদ্দিন/সাএ
সর্বশেষ খবর