
ভোলার চরফ্যাশন উপজেলার দক্ষিণ আইচা থানা নজরুল নগর ইউনিয়ন শ্রমিকদল নেতা মাঈনউদ্দিন চৌকিদারের ছেলে নোমানকে খুচরা সিগারেট না দেওয়ায় মো. মামুন (২৪) নামে এক মুদি দোকানির ওপর হামলা ও পিটিয়ে জখম করে টাকা নিয়ে যাওয়ার অভিযোগ পাওয়া গেছে।
মঙ্গলবার (১১ মার্চ) রাত ১০ টার দিকে উপজেলা নজরুল নগর ইউনিয়ন ২ নম্বর জনতা বাজারে এই ঘটনা ঘটে।
অভিযুক্ত মো. নোমান নজরুল নগর ইউনিয়ন শ্রমিকদলের সিনিয়র সহ-সভাপতি মাঈনউদ্দিন চৌকিদারের ছেলে। আল ইসলাম তার ছোট ভাই।
বুধবার চরফ্যাশন হাসপাতালে চিকিৎসাধীন মামুন জানান, মঙ্গলবার দিনগত রাত ১০ টার দিকে নজরুল নগর ইউনিয়ন শ্রমিকদল নেতা মাঈনউদ্দিন চৌকিদারের ছেলে মো. নোমান ও তার চাচা মো. আল ইসলাম সহ কয়েকজন মিলে আমার দোকানে সিগারেট কিনতে আসেন। মূলত আমি আমার দোকানে খুচরা সিগারেট বিক্রি করি না। কিন্তি নোমান ও তার আল ইসলাম আমার দোকানে খুচরা সিগারেট নিতে আসেন। আমি খুচরা সিগারেট না দেওয়ায় তারা আমার ওপর অতর্কিত হামলা ও মারধর করে গুরুতর আহত করেন। এবং আমার দোকানে হামলা করে আমার দোকানের ক্যাশে থাকা ১ লাখ ৯৫ হাজার টাকা নিয়ে যায়। পরে স্থানীয়রা আমাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসতে চাইলে হামলা কারী নোমান ও তার চাচা পথরোধ করে আটকে রাখেন। ২ ঘন্টা অতিবাহিত হলে স্থানীয়দের সুপারিশে অ্যাম্বুলেন্স যোগে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।
আহতদের মা মাহেনুর জানান, সম্প্রতি আওয়ামী লীগ সরকার পতনের পর থেকে নোমান ও তার চাচা আল ইসলাম সহ তাদের সহযোগীরা বিএনপি পরিচয় দিয়ে বিভিন্ন সময় আমার ছেলের কাছ থেকে দোকান করতে হলে চাঁদা দিতে হবে বলে হুঁশিয়ারি দিয়েছে। আমার ছেলে তাদেরকে চাঁদা না দেওয়ায় মঙ্গলবার রাতে আমার ছেলের দোকানে হামলা ও ছেলেকে মারধর করে দোকানে থাকা ১ লাখ ৯৫ হাজার টাকা নিয়ে যান। আমি এই ঘটনা তাদের বিচারের দাবি জানাচ্ছি।
বুধবার দুপুরে সরেজমিনে গিয়ে অভিযুক্ত নোমান ও তার চাচা আল ইসলামকে পাওয়া যায়নি।
তবে তার বাবা নজরুল নগর ইউনিয়ন শ্রমিকদলের সিনিয়র সহ-সভাপতি মাঈনউদ্দিন চৌকিদার বলেন, আমার ছেলের সঙ্গে মুদি দোকানি মামুনের সাথে ঝগড়া হয়েছে সঠিকই। কিন্তু তার দোকানে হামলা ও মারধর করে টাকা নিয়ে যাওয়ার অভিযোগ সঠিক নয়। এই ঘটনায় সমাধানের লক্ষ্যে চরফ্যাশনে বসা হবে।
দক্ষিণ আইচা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) এরশাদুল হক ভুঁইয়া বলেন, অভিযোগ পাইনি, অভিযোগ পেলে আইনি ব্যবস্থা নেয়া হবে।
সালাউদ্দিন/সাএ
সর্বশেষ খবর
জেলার খবর এর সর্বশেষ খবর