
‘খুনের’ খবর শুনে রাজধানীর পল্লবী থানায় গিয়ে পুলিশ ও সেবাপ্রত্যাশীদের মারধর করার কথা আড়াই ঘণ্টা পর বেমালুম ভুলে যান বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ছাত্র আবদুর রাজ্জাক ফাহিম!
পরিস্থিতি শান্ত হওয়ার পর পুলিশ তাঁর কাছে জানতে চায়, কেন তিনি এমন কাণ্ড ঘটালেন? জবাবে তিনি বিস্ময় প্রকাশ করে বলেন, ‘আমি আপনাদের মেরেছি? কখন মারলাম? আমি তো কিছুই মনে করতে পারছি না।’
তার আচরণের এমন অদ্ভুত পরিবর্তন দ্বিধায় ফেলেছে পুলিশকে। তদন্ত-সংশ্লিষ্টদের ধারণা, তিনি স্কোপোলামিন নামক রাসায়নিকের (শয়তানের নিঃশ্বাস নামে পরিচিত) প্রভাবে মারধরের ঘটনা ঘটিয়ে থাকতে পারেন।
পল্লবী থানার ওসি নজরুল ইসলাম বলেন, সোমবার রাতে ওই যুবক থানায় ঢুকে যখন আমার সঙ্গে কথা বলেন, তখন তিনি অত্যন্ত উগ্র আচরণ করেন। পরে তিনি অন্যদের সঙ্গেও দুর্ব্যবহার করেন। এক পর্যায়ে তো মারধর শুরু করেন। তখন তাঁর এমন কর্মকাণ্ড আমাদের কাছে সন্দেহজনক মনে হয়। আবার পরিস্থিতি শান্ত হওয়ার পর তিনি যেন এক অন্য মানুষ। আমাদের প্রশ্ন করেন, কী হয়েছে? আমি এখানে কেন? তাঁকে বলা হয়, তিনি পুলিশসহ অন্যদের মারধর করেছেন বলে তাঁকে আটক করা হয়েছে। তখন তিনি বিস্ময় প্রকাশ করে জানান, এমন কিছু তাঁর মনে নেই!
এর আগে সোমবার রাত পৌনে ২টার দিকে পল্লবী থানার ওসির কাছে গিয়ে ফাহিম বলেন, আপনার এলাকায় খুন হয়েছে, আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি হয়েছে, আপনারা কী করছেন? তবে কোনো খুন হয়নি বলে দাবি করেন ওসি। পরে ডিউটি অফিসারসহ অন্য পুলিশ সদস্যরাও জানান, সেই রাতে কোনো খুনের ঘটনা ঘটেনি। শেষে থানায় সেবা নিতে যাওয়া এক ব্যক্তিও একই মত দিলে তাঁকে মারধর করেন ফাহিম। তাঁকে বাধা দিতে গেলে ওসিসহ তিনজন আহত হন। অপর দু’জন হলেন এসআই শরিফুল ইসলাম ও এএসআই মো. নাসির। তাদের মধ্যে নাসিরের আঙুল ভেঙে গেছে।
এ ঘটনায় পুলিশের ওপর হামলা ও সরকারি কাজে বাধা দেওয়ার অভিযোগে একটি মামলা হয়েছে। সেই মামলায় গ্রেপ্তার দেখিয়ে মঙ্গলবার ফাহিমকে কারাগারে পাঠানো হয়। তাৎক্ষণিকভাবে তাঁর তিন বন্ধুকে আটক করা হলেও জিজ্ঞাসাবাদে সংশ্লিষ্টতা না পাওয়ায় তাদের ছেড়ে দেওয়া হয়।
তদন্ত সূত্র জানায়, প্রথমে ধারণা করা হয় ফাহিম মাদকাসক্ত বা মানসিক বিকারগ্রস্ত। তবে প্রাথমিক পরীক্ষায় মাদক গ্রহণের বিষয়ে নিশ্চিত হওয়া যায়নি। তাঁর বাবা মফিজুর রহমান একটি বায়িং হাউসের সিনিয়র মার্চেন্ডাইজার। তিনি পুলিশকে জানান, তাঁর ছেলে মাদক সেবন করে বলে তাঁর জানা নেই। তার কোনো মানসিক সমস্যাও নেই। ফলে তারাও ছেলের এমন কর্মকাণ্ডে অবাক হয়েছেন। অবশ্য কয়েক দিন ধরে ফাহিম ঠিকঠাক ঘুমাচ্ছিল না। অস্বাভাবিক আচরণ বলতে এটুকুই। সব শুনে পুলিশ ধারণা করছে, তিনি স্কোপালোমিন বা এই জাতীয় কোনো ড্রাগের প্রভাবে সোমবার রাতের ঘটনা ঘটিয়েছেন।
গাজীপুর থেকে বন্ধুদের নিয়ে সাহ্রি খেতে ঢাকায় এসেছিলেন ফাহিম। মাঝে পল্লবীতে গিয়ে শুনতে পান, সেখানে একজন খুন হয়েছে। বিষয়টি জানাতে তিনি থানায় হাজির হন।
সূত্র: স ম কা ল
রার/সা.এ
সর্বশেষ খবর
জেলার খবর এর সর্বশেষ খবর