
পুলিশের মহাপরিদর্শক বাহারুল আলম বলেছেন, ঈদের ছুটিতে শ্রমজীবী মানুষেরা যাতে নির্বিঘ্নে বাড়ি যেতে পারেন, সে জন্য শিল্প, জেলা ও মহানগর পুলিশ নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। দাবি আদায়ের জন্য শ্রমিকদেরকে রাস্তা না আটকানো এবং জনগণের উৎসব আয়োজনে বিঘ্ন হয়, এমন কাজ না করতে অনুরোধ করেন আইজিপি।
এসময় তিনি এসব কাজের সাথে জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনগত পদক্ষেপ নেয়ার ঘোষণা দিয়ে বলেন, গুজব ছড়িয়ে কারখানা ভাঙচুর কার্যক্রমে অংশ নিলে, সে সব ক্ষেত্রে- যারা এসব ধ্বংসাত্মক কর্মকাণ্ডে জড়িত থাকবে, তাদের বিরুদ্ধে আইনগণ ব্যবস্থা গ্রহণ করা হবে। কোনোভাবেই রাস্তা অবরোধ করার মত জনদুর্ভোগ সৃষ্টিকারী কোনো কাজকর্ম করা যাবে না। আইজিপি আশা প্রকাশ করেন বলেন, কারখানা সংশ্লিষ্ট এবং স্থানীয় অধিবাসীরা কারখানার পরিবেশ শান্তিপূর্ণ রাখতে পুলিশকে সহযোগিতা করবেন।
আইজিপি বাহারুল আলম বলেন, বৈষম্যহীন বাংলাদেশ গড়তে অন্তর্বর্তীকালীন সরকার কাজ করছে। এখানে যাদের মধ্যে আঘাত লেগেছে বা সংক্ষুব্ধ তারা চাইছে যেন আইন শৃঙ্খলা পরিস্থিতি অবনতি হয়, প্রশাসন ব্যর্থ হয়। কিন্তু তাদের প্রতিহত করাই আমাদের কাজ।
তিনি আজ বৃহস্পতিবার (১৩ মার্চ) গাজীপুর মহানগরীর ভোগরা বাইপাস মোগরখাল এলাকায় গাজীপুর শিল্প পুলিশ-২ এর কার্যালয়ে বিশেষ কল্যাণ সভায় অংশ নিতে এসে সাংবাদিকদের সাথে মতবিনিময়কালে এসব কথা বলেন।
পুলিশের মহাপরিদর্শক বলেন, ঈদের আগে বেতন, বোনাসের অধিকার সবারই থাকে। যে-সব কারখানা বেতন বোনাস নিয়ে গড়িমসি করে, তাদের আমরা সব সময় সতর্ক করে থাকি। কিন্তু শ্রমিকরা হুটহাট করে সড়কে নেমে জনগণের চলাচলে বাধা সৃষ্টি করেন, এটা করবেন না দয়া করে। এ বিষয়ে আইনেও উল্লেখ রয়েছে। আমরা আপনাদের বার বার সেটাই মনে করিয়ে দিচ্ছি।
পুলিশ প্রধান বলেন, আমি বিশ্বাস করি ৫ই আগস্টের পরে সাধারণ মানুষ, আগে আমাদের যেভাবে দেখেছে হঠাৎ করে তারা আমাদেরকে বন্ধু মনে করবে না। তারা মনে করবে না যে, আমরা ভিন্ন লোক। এজন্য প্রতিদিন আপনারা মূল্য দিচ্ছেন। এখনো পুলিশ জায়গায় জায়গায় যাচ্ছে, কাজ করতে যাচ্ছে, আইন প্রয়োগ করতে যাচ্ছে, সেখানে আক্রমণের শিকার হচ্ছে, আসামি ছিনিয়ে নিচ্ছে। ট্রাফিক পুলিশ ট্রাফিক আইন প্রয়োগ করতে পারছে না, ট্রাফিক পুলিশ যদি বলে, আপনি উলটো দিকে যেতে পারবেন না আপনি আইন মেনে চলুন-সেখানে উলটো ট্রাফিক পুলিশের উপর আক্রমণ করা হচ্ছে।
এ সময় তিনি বলেন, আইন না মানার একটা একটা প্রবণতা চলে এসেছে, কেন? তারা মনে করছে যে, পুলিশ তারা গণবিরোধী কাজ করেছে, আমরা আমাদের মত চলব-পুলিশ লাগবে না। এটা সম্পূর্ণভাবে ভুল। একটা সভ্য দেশ পুলিশ ছাড়া কিভাবে চলবে? পৃথিবীর কোথায় আছে উইদাউট এনি পুলিশ এন্ট্রান্স? পৃথিবীর কোথাও তো নাই। এই দেশের মানুষকে এটা বুঝতে হবে। যারা বুদ্ধিমান তারা অবশ্যই বুঝেন। কিন্তু যারা-যেরকম আমাদের মধ্যেও ছিল, অনেক অবুজ, এরকম কিছু লোক আছেন, যারা তারা মনে করেন যে, এখন যে পুলিশ আইন প্রয়োগ করতে যাচ্ছে, তারা তাদের প্রতিপক্ষ। আসলে আমরা জনগণের বন্ধু।
সালাউদ্দিন/সাএ
সর্বশেষ খবর