
২০৩ পদাতিক ব্রিগেড খাগড়াছড়ি রিজিয়নের উদ্যোগে পবিত্র রমজান উপলক্ষ্যে ৫ শত অসহায়, হতদরিদ্র এবং প্রতিবন্ধী পাহাড়ি-বাঙ্গালী পরিবারের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করা হয়েছে।
বৃহস্পতিবার (১৩ মার্চ) সকালে খাগড়াছড়ি ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল এন্ড কলেজ মাঠে খাগড়াছড়ি রিজিয়নের রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল শরীফ মো. আমান হাসান এবং সহধর্মিণী মিসেস ফারহানা আক্তার চৌধুরী দুস্থ-অসহায় পরিবারদের মাঝে এসব ইফতার সামগ্রী বিতরণ করেন।
ইফতার সামগ্রী বিতরণ কালে খাগড়াছড়ি রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল শরীফ মো. আমান হাসান বলেন, 'ধর্ম, বর্ণ নির্বিশেষে সকলে আমরা এক সাথে থাকবো এবং একে অপরকে সহায়তা করবো। পার্বত্য চট্টগ্রামে সম্প্রীতির নিদর্শন স্বরূপ খাগড়াছড়ি রিজিয়ন কর্তৃক এই ধরনের কার্যক্রম পরিচালনা করছে এবং ভবিষ্যতেও এ ধরনের কার্যক্রম অব্যাহত রাখবে।
এসময় খাগড়াছড়ি রিজিয়নের ব্রিগেড মেজর সাদাত রহমান, জিটু-আই মেজর কাজী আরেফিন মোস্তফা উপস্থিত ছিলেন।
পবিত্র রমজান মাসে খাগড়াছড়ি রিজিয়নের এই ধরনের পদক্ষেপে স্থানীয়রা অত্যন্ত খুশী। ভবিষ্যতেও এ ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে বলে আশাবাদী তারা।
সালাউদ্দিন/সাএ
সর্বশেষ খবর