
রাজবাড়ীর পাংশা মডেল থানা পুলিশের বিশেষ অভিযানে আরিয়ান আহমেদ (২৩) নামের এক যুবককে আটক করেছে পাংশা মডেল থানা পুলিশ। তুহিন বিশ্বাস (৩৭) নামের অপর একজন সুকৌশলে দৌড়ে পালিয়ে যায়। এ সময় আটককৃতের কাছ থেকে ১৫০ পিস ইয়াবা জব্দ করা হয়।
আটককৃত আসামি জেলার পাংশা উপজেলার মৌরাট ইউনিয়নের রুপিয়াট গ্রামের ইব্রাহীম সরদারের ছেলে। পলাতক আসামী উপজেলার কসবামাজাইল ইউনিয়নের শান্তিখোলা গ্রামের আমোদ আলীর ছেলে।
পাংশা মডেল থানার অফিসার্স ইনচার্জ সালাউদ্দিন আহমেদ জানান বৃহস্পতিবার (১৩ মার্চ) রাত আনুমানিক ৩টার দিকে কসবামাজাইল বাজারের তিন রাস্তার মোড় থেকে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে আটক করেন।
পাংশা মডেল থানার এস আই জোবাইন ফেরদৌস ও এএসআই পরিতোষ মজুমদারসহ সঙ্গীয় ফোর্স অভিযানে অংশ নেন।
জানাগেছে , কসবামাজাইল বাজারে ইয়াবাসহ দুইজন ব্যক্তি অপেক্ষা করছে। এমন সংবাদের ভিত্তিতে অভিযান চালানো হয়। এ সময় একজন পালিয়ে গেলেও ১৫০ পিস ইয়াবাসহ একজনকে আটক করা হয়। তাদের বিরুদ্ধে থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। বৃহস্পতিবার দুপুরে আটককৃত সম্রাটকে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।
সালাউদ্দিন/সাএ
সর্বশেষ খবর