
নাটোরের সিংড়ায় অস্বাস্থ্যকর ও নোংরা পরিবেশে, পা দিয়ে পিষে ও মানসম্মত ব্যতীত লাচ্ছা সেমাই উৎপাদন ও বিক্রি করার অপরাধে জাহিদুল ইসলাম (৫০) নামে এক উৎপাদনকারী ১ লক্ষ টাকা জরিমানা ও ৪ টন মালামাল জব্দ করেছে বিএসটিআইয়ের ভ্রাম্যমাণ আদালত।
বৃহস্পতিবার (১৩ মার্চ) বিকেল ৪টার দিকে পৌর শহরের চকসিংড়া মহল্লায় অভিযান পরিচালনা করে কারখানার মালিক জাহেদুল ইসলামকে বিএসটিআই আইন-২০১৮ এর সংশ্লিষ্ট ধারায় এক লক্ষ জরিমানা করা হয়। এছাড়াও ৬ লাখ টাকা মূল্যের ৪ টন লাচ্ছা সেমাই জব্দ করা হয়।
ভ্রাম্যমাণ অভিযান পরিচালনা করেন সিংড়া উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট গোলাম রব্বানী সরদার। এসময় উপস্থিত ছিলেন, বিএসটিআই এর রাজশাহী বিভাগীয় অফিসের ফিল্ড অফিসার (সিএম) দেলোয়ার হোসেনসহ সিংড়া থানা পুলিশের সদস্যরা।
উপজেলা সহকারী কমিশনার (ভূমি) গোলাম রব্বানী সরদার বলেন, বিএসটিআই আইন, ২০১৮ এর ৩১ ধারার লঙ্ঘন করায় এক উৎপাদনকারীকে এক লক্ষ টাকা অর্থদণ্ড এবং ৪০০০ কেজি সেমাই জব্দ হয়েছে।
মুনতাসির/সাএ
সর্বশেষ খবর
জেলার খবর এর সর্বশেষ খবর