
ভোলার চরফ্যাশনে অবৈধ ইটভাটার বিরুদ্ধে কঠোর অবস্থানে উপজেলা প্রশাসন। টানা ১০ দিন মোবাইল কোর্ট পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট এমাদুল হোসেন।
৩ মার্চ থেকে ১২ মার্চ পর্যন্ত অভিযান পরিচালনা করা হয়। অবৈধভাবে জ্বালানি কাঠ পোড়ানো, ড্রাম চিমনি ব্যবহার করা ও লাইসেন্স না থাকা এবং কৃষি জমিতে ইটভাটা স্থাপনের অপরাধে ১০ টি ইট ভাটায় ১৩ লাখ টাকা অর্থদণ্ড করা হয়।
এসময় ক্রাউন ব্রিকস তিন লাখ, আব্দুল্লাহ ব্রিকস দুই লাখ, ইফাত ব্রিকস এক লাখ, তেতুলিয়া ব্রিকস এক লাখ, ফাহিম ব্রিকস এক লাখ, রিফাত ব্রিকস এক লাখ, শানিমা ব্রিকস এক লাখ, মাহিসা ব্রিকস-২ এক লাখ, ইনাম ব্রিকস এক লাখ ও ঢাকা ব্রিকস এক লাখ। মোট ১৩ লাখ টাকা অর্থদণ্ড করা হয়।
দায়ের পাশাপাশি ড্রাম চিমনি ধ্বংস করা হয় এবং অবৈধভাবে জ্বালানি কাঠ পোড়ানো, ড্রাম চিমনি ব্যবহার না করার জন্য নির্দেশনা প্রদান করেন এবং অবৈধভাবে পরিচালিত ভাটাগুলোর পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত কার্যক্রম বন্ধ রাখারও জন্য নির্দেশ দেন।
এ বিষয়ে চরফ্যাশনের সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট এমাদুল হোসেন বলেন, মহামান্য সুপ্রিম কোর্টের নির্দেশনা মোতাবেক ইট প্রস্তুত ও ভাটা স্থাপন নিয়ন্ত্রণ আইন ২০১৩ অনুযায়ী অবৈধ ইটভাটা সমূহের বিরুদ্ধে উপজেলা প্রশাসনের অভিযান অব্যাহত থাকবে। তিনি আইন মেনে ও লাইসেন্স গ্রহণ করে ইটভাটা পরিচালনা করার জন্য সংশ্লিষ্টদের দৃষ্টি আকর্ষণ করেন।
মুনতাসির/সাএ
সর্বশেষ খবর
জেলার খবর এর সর্বশেষ খবর