
নাটোরের লালপুরে দেশীয় অস্ত্র ও আট রাউন্ড তাজা গুলি উদ্ধার করেছে যৌথ বাহিনী। এ ঘটনায় জেলা ছাত্রদলের সহ-সভাপতি মেহেদী হাসান আরিফ ও শাকিব আলীকে আটক করা হয়েছে।
বুধবার (১২ মার্চ) দিবাগত রাতে উপজেলার মোহরকয়া এলাকায় এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা গেছে, পারিবারিক কলহ মীমাংসার জন্য মোহরকয়া গ্রামের আলম আলীর বাড়িতে শ্যালক শাকিবসহ কয়েকজন যান। তবে মীমাংসা না হয়ে উল্টো সেখানে উত্তেজনাপূর্ণ পরিবেশ সৃষ্টি হয়।
আটককৃত মেহেদী হাসান আরিফ (৩২) রামকৃষ্ণপুর গ্রামে সেকেন্দার আলীর পুত্র ও নাটোর জেলা ছাত্রদলের সহ-সভাপতি ও শাকিব (২৪) বালিতিতা গ্রামের মাজদারের পুত্র।
এ সময় ছাত্রদল নেতা মেহেদী হাসান আরিফ ও তার সহযোগীরা আগ্নেয়াস্ত্রসহ সেখানে উপস্থিত হয়। একপর্যায়ে বাকবিতণ্ডা ও হাতাহাতির ঘটনা ঘটে। সংঘর্ষের মধ্যে মাথায় আঘাত পেয়ে আরিফ ঘটনাস্থল থেকে পালিয়ে যান, তবে তার সঙ্গে থাকা অস্ত্র ও গুলি ঘটনাস্থলেই পড়ে থাকে।
পরবর্তীতে বিষয়টি জানাজানি হলে সেনাবাহিনী ও পুলিশের যৌথ অভিযানে দেশীয় অস্ত্র ও আট রাউন্ড তাজা গুলি উদ্ধার করা হয়।
লালপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) নাজমুল হক জানান, এই ঘটনায় দুইজনকে আটক করা হয়েছে এবং তাদের বিরুদ্ধে পৃথক ২ টি মামলা দায়ের করে নাটোর জেল হাজতে প্রেরণ করা হয়েছে।
মুনতাসির/সাএ
সর্বশেষ খবর