
ময়মনসিংহের হালুয়াঘাটে শিক্ষকের বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহার ও বদলী না করার দাবিতে স্মারকলিপি প্রদান করেছেন এলাকাবাসী। বৃহস্পতিবার (১৩ মার্চ) দুপুরে উপজেলা নির্বাহী কর্মকর্তা আলীনূর খানের নিকট এ স্মারকলিপি প্রদান করা হয়।
জানা যায়, বিদ্যালয়ের ওয়াশব্লক নির্মাণের সময় শ্রমিকদের সাথে স্থানীয় মিজানুর রহমান নির্মাণ শ্রমিকদের কাছে সিমেন্ট চাইতে গেলে শ্রমিকরা দিতে অপারগতা প্রকাশ করে। এ নিয়ে দু-পক্ষে মারামারি হলে হালুয়াঘাট থানায় বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক আব্দুছ ছাত্তারকে আসামি করে মামলা দায়ের করেন।
মামলার পরিপ্রেক্ষিতে উপজেলা শিক্ষা অফিসার বিদ্যালয়ের প্রধান শিক্ষককে সংযুক্তি বদলীর জন্য ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে প্রতিবেদন পাঠালে বিদ্যালয়ের শিক্ষার্থী অভিভাবক ও স্থানীয় এলাকাবাসী শিক্ষকের বিরুদ্ধে দায়েরকৃত মিথ্যা মামলা প্রত্যাহার ও তাকে বদলী না করার দাবি জানায়।
এ বিষয়ে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক আব্দুছ ছাত্তার জানান,ঘটনার দিন উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসের নোটিশে শিক্ষার্থীদের পাঠ্যপুস্তক গ্রহণ করার জন্য আমি উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতিতে আসি। এই ঘটনার সাথে আমার
কোন সম্পৃক্ততা নেই। উপজেলা নির্বাহী অফিসার জানান, এ বিষয়ে একটি স্মারকলিপি পেয়েছি। তদন্ত করে ব্যবস্থা নিব।
মুনতাসির/সাএ
সর্বশেষ খবর