
জাতীয় পরিচয়পত্র (এনআইডি) সেবা নির্বাচন কমিশনের অধীনে রাখার দাবিতে সিরাজগঞ্জে মানববন্ধন ও অবস্থান কর্মসূচি পালন করা হয়েছে।
বৃহস্পতিবার (১৩ মার্চ) দুপুরে জেলা নির্বাচন অফিসের সামনে বাংলাদেশ নির্বাচন কমিশন অফিসার্স অ্যাসোসিয়েশনের উদ্যোগে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
মানববন্ধন কর্মসূচিতে বক্তারা বলেন, ২০০৭-০৮ সালে সশস্ত্র বাহিনীর সহযোগিতায় বাংলাদেশ নির্বাচন কমিশন ৮ কোটি ১০ লাখ নাগরিকের ডেমোগ্রাফিক ও বায়োমেটিক তথ্য সম্বলিত এক সুবিশাল ভোটার ডেটাবেইজ তৈরি করে। যা পৃথিবীর ইতিহাসে অন্যান্য এক নজির। ইউএনডিপির সমীক্ষা অনুসারে ভোটারদের এই ডাটা ৯৯.৭ শতাংশ সঠিক মর্মে আন্তর্জাতিক স্বীকৃতি লাভ করে।
দীর্ঘদিন ধরে এই এনআইডি সেবা নির্বাচন কমিশন থেকে সরিয়ে অন্য সংস্থায় নেওয়ার ষড়য়ন্ত্র চলছে। এতে এই সেবা নিরাপত্তা ঝুঁকিতে পড়ার আশঙ্কা রয়েছে। ডাটা ডুপ্লিকেশন ও ডেটাবেইজ ম্যানুপুলেশন হওয়ার অশঙ্কা রয়েছে। ডেটাবেইজ সুরক্ষার স্বার্থে এনআইডি সেবা নির্বাচন কমিশনে রাখার দাবি জানান বক্তারা। ১১টা থেকে দুপুর ১টার পর্যন্ত কর্মবিরতি রেখে এই অবস্থান কর্মসূচি পালন করা হয়।
কর্মসূচিতে জেলা নির্বাচন অফিসার মুহাম্মদ আমিনুর রহমান, সদর উপজেলা নির্বাচন অফিসার নাফিস রায়হান, সদর উপজেলা সহকারি নির্বাচন অফিসার আনোয়ার হোসেন, সহকারি প্রোগ্রাম অফিসার ইমরুল হাসান ও ডাটা এন্টি অফিসার হোসেন আলীসহ সকল পর্যায়ের কর্মকর্তা ও কর্মচারীরা অংশগ্রহণ করেন। এছাড়াও জেলার ৯টি উপজেলায় একই কর্মসূচি পালন করে নির্বাচন কমিশন অফিসার্স অ্যাসোসিয়েশন।
মুনতাসির/সাএ
সর্বশেষ খবর
জেলার খবর এর সর্বশেষ খবর