
যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা, বিডিআর হত্যাকাণ্ডে শহীদ পরিবারের সদস্য এবং জুলাই গণঅভ্যুত্থানে আহতদের সঙ্গে ইফতার ও নৈশভোজে অংশ নিয়েছেন সেনাপ্রধান জেনারেল ওয়াকার- উজ- জামান। বৃহস্পতিবার (১৩ মার্চ) ঢাকা সেনানিবাসে ইফতার ও নৈশভোজের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে সেনাবাহিনী সবসময় জনগণের পাশে থাকবে বলে আশ্বস্ত করেন সেনাপ্রধান।
ইফতার ও নৈশভোজের আয়োজনে চার শতাধিক যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা, বিডিআর হত্যাকাণ্ডে শহীদ পরিবারের সদস্য, জুলাই গণঅভ্যুত্থানে আহত যোদ্ধাগণ, মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় এবং মুক্তিযোদ্ধা কল্যাণ ট্রাস্ট এর কর্মকর্তা, ঊর্ধ্বতন সামরিক ও অসামরিক কর্মকর্তা এবং গণমাধ্যম ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
সেনাপ্রধান আয়োজনে অংশগ্রহণকারীদের খোঁজখবর নেন।
এ সময় মুক্তিযোদ্ধা বিষয়ক উপদেষ্টা ফারুক ই আজম বীর মুক্তিযোদ্ধা, শহীদ পরিবারের সদস্য এবং জুলাই গণঅভ্যুত্থানে আহতদের খোজখবর নেন।
শাকিল/সাএ
সর্বশেষ খবর