
বগুড়া সদর উপজেলার ছোট কুমিড়া এলাকায় ছুরিকাঘাতে এক কিশোর আহত হয়েছে। বৃহস্পতিবার (১৩ মার্চ) রাত ৭টার দিকে ১৫ নম্বর ওয়ার্ডের জান্নাতুল জামে মসজিদের সামনে এই হামলার ঘটনা ঘটে।
আহতের নাম মো. সাব্বির (১৭)। তিনি নিশিন্দারা ফকির উদ্দিন উচ্চবিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্র এবং ছোট কুমিড়া পশ্চিম পাড়ার মো. রাশেদের ছেলে।
স্থানীয় সূত্রে জানা গেছে, অজ্ঞাত এক দুষ্কৃতকারী সাব্বিরকে ছুরিকাঘাত করে পালিয়ে যায়। তার শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন রয়েছে। পরে স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়।
হাসপাতালের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর তাকে সার্জারি বিভাগে ভর্তি করার পরামর্শ দেন।
এলাকাবাসীর ধারণা, পূর্ব শত্রুতার জেরে এ হামলা হতে পারে। তবে এ ঘটনায় এখনো কোনো অভিযোগ দায়ের হয়নি। পুলিশ ঘটনার তদন্ত করছে।
মুনতাসির/সাএ
সর্বশেষ খবর