
পটুয়াখালীর মির্জাগঞ্জে বিএনপির ইফতার মাহফিল মঞ্চে এক আওয়ামী লীগ নেতার উপস্থিতি নিয়ে সমালোচনার ঝড় উঠেছে।
জানা গেছে, বুধবার (১২ মার্চ) বিকেলে ইউনিয়ন বিএনপির আয়োজনে উপজেলার ঈদগাহ মাঠে ওই ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। আর ওই অনুষ্ঠানে মঞ্চে উপস্থিত ছিলেন মোহাম্মদ আনোয়ার হোসেন খান। তিনি জেলা আওয়ামী লীগের সদস্য ও উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি পদে রয়েছেন এবং গত ইউনিয়ন পরিষদ নির্বাচনে নৌকা প্রতীক নিয়ে দেউলী সুবিদখালি ইউনিয়ন পরিষদ নির্বাচনে নির্বাচিত চেয়ারম্যান।
জানা যায়, বুধবার দেউলি সুবিদখালী ইউনিয়নের ১,২ ও ৩ নং ওয়ার্ড বিএনপির আয়োজনে ইফতার মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা বিএনপির সভাপতি মো. সাহাবুদ্দিন নান্নু। এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সদস্য সচিব স্নেহাংশু সরকার কুট্রি এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির অন্যতম সদস্য মোশতাক আহমেদ পিনু, জেলা যুবদলের সভাপতি মনিরুল ইসলাম লিটন। তবে ইফতার মাহফিলের আগে আলোচনা সভায় মঞ্চের পেছনের সারিতে চেয়ারে বসা ছিলেন আওয়ামী লীগ নেতা মোহাম্মদ আনোয়ার খান।
এদিকে বিএনপির অনুষ্ঠানে আওয়ামীলীগ নেতার উপস্থিতি নিয়ে বিএনপির নেতাকর্মীদের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়েছে।
শাকিল/সাএ
সর্বশেষ খবর
জেলার খবর এর সর্বশেষ খবর