
মাগুরার আট বছরের সেই শিশুটির মৃত্যুর পর ধর্ষণের অভিযোগে করা মামলার আসামিদের বাড়িতে ভাঙচুর চালিয়ে আগুন দিয়েছে বিক্ষুব্ধ জনতা।
বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে সাতটার দিকে মাগুরা পৌর এলাকায় আসামিদের বাড়িতে প্রথমে ভাঙচুর করা হয়। পরে অগ্নিসংযোগ করা হয়।
প্রত্যক্ষদর্শী কয়েকজন জানিয়েছেন, শহরের নোমানী ময়দানে জানাজা শেষ হওয়ার পর সন্ধ্যা ৭টা ২০ মিনিটের দিকে বিক্ষোভ মিছিল নিয়ে ওই বাড়িটি পেট্রোল ঢেলে জ্বালিয়ে দেওয়া হয়।
এই ঘটনায় হতাহতের কোনো খবর পাওয়া যায়নি। ওই পরিবারের অভিযুক্ত চার আসামি গ্রেপ্তার হওয়ার পর থেকেই বাড়িটি তালাবদ্ধ ছিলো বলে জানা গেছে।
স্থানীয় সূত্র জানায়, শহরের নিজনান্দুয়ালী চরপাড়ার ওই বাড়িতে বসবাস করতো শিশুটিকে ধর্ষণের ঘটনায় অভিযুক্ত বোনের স্বামী, শ্বশুর-শাশুড়ি ও ভাশুর। বোনের স্বামীর সহায়তায় তার বাবা (শ্বশুর) শিশুটিকে ধর্ষণ করে। বিষয়টি মেয়ের শাশুড়ি ও ভাশুর জানতো। তারা ঘটনা ধামাচাপা দিতে শিশুটিকে হত্যাচেষ্টা চালায়।
মাগুরা ফায়ার সার্ভিসের ফায়ার ফাইটার রিপন হোসেন গণমাধ্যমকে বলেন, সন্ধ্যা সাড়ে ৭টার দিকে ট্রিপল নাইনের মাধ্যমে অভিযুক্ত হিটু শেখের বাড়িতে অগ্নিসংযোগের খবর পাই। আমরা অগ্নি নির্বাপণে গাড়ি নিয়ে রওনা দিলেও মাঝপথে গ্রামের মধ্যে বিক্ষুব্ধরা আমাদের গতিরোধ করে। পরে ফিরে আসতে বাধ্য হয়েছি।
মাগুরা সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আইয়ুব আলী বলেন, শিশু ধর্ষণে অভিযুক্ত হিটু শেখের বাড়িতে অগ্নিকাণ্ডের খবর পাওয়ার পর পুলিশ কয়েক দফা সেখানে যাওয়ার চেষ্টা করলেও বিক্ষুব্ধদের প্রতিরোধের মুখে সেটি সম্ভব হয়নি। তবে গ্রামের নিরীহ সাধারণ মানুষের জানমালের যাতে কোনো ক্ষয়ক্ষতি না হয় সেদিকে নজর রাখা হচ্ছে।
রার/সা.এ
সর্বশেষ খবর